প্রশ্নঃ সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
ক) Adult : Orthopedist
খ) Kidney : Nephrologist
গ) Females : Gynecologist
ঘ) Skin : Darmatologist
সঠিক উত্তরঃ গ) Females : Gynecologist
Children = শিশু
Pediatrician = শিশুরোগ বিশেষজ্ঞ।
Adult = প্রাপ্তবয়স্ক
Orthopedist = হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ
এটি সঠিক হবে না কারণ হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্যান্য বয়সের রোগীকেও চিকিৎসা করেন।
Kidney = বৃক্ক
Nephrologist = বৃক্ক রোগ বিশেষজ্ঞ।
এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।
Female = মহিলা, নারী
Gynecologist = স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
Skin = চামড়া, চর্ম
Dermatologist = চর্মরোগ বিশেষজ্ঞ
এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।
Children ও Female উভয়ই মানুষ এবং তাদের রোগ বিশেষজ্ঞকে বুঝানো হয়েছে।
Children এর রোগ বিশেষজ্ঞকে Pediatrician বলে।
→ Female এর রোগ বিশেষজ্ঞকে Gynecologist বলে।
বাকি অপশনগুলো দেহের বিভিন্ন অংশ।
সার্বিক দিক বিবেচনা করে Children : pediatrician এর সাথে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত সম্পর্ক Females : Gynecologist
0 Comments