📘 Disclaimer — BDEduCorner
BDEduCorner একটি সম্পূর্ণ শিক্ষামূলক ব্লগ, যার উদ্দেশ্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করা। এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলি মেনে নিচ্ছেন।
🔹 শর্তাবলি ও নীতিমালা
১. শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল প্রশ্ন, সমাধান ও বিশ্লেষণ শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে ব্যবহারের জন্য। কোনোভাবেই এই তথ্য বাণিজ্যিক বা লাভজনক কাজে ব্যবহার করা যাবে না।
২. বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ
এই ওয়েবসাইটের কোনো কনটেন্ট, যেমন লেখা, ছবি বা প্রশ্নপত্র — কপি, পুনঃপ্রকাশ, বা বাণিজ্যিক প্রচারণার জন্য ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
৩. তথ্যের সঠিকতা
আমাদের সব প্রশ্ন ও সমাধান অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত ও যাচাই করা হয়। তবে BDEduCorner শতভাগ নির্ভুলতার নিশ্চয়তা প্রদান করে না। ব্যবহারকারীদের উৎসাহিত করা হচ্ছে সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের সাথে তথ্য যাচাই করতে।
৪. কপিরাইট ও মালিকানা
এই ওয়েবসাইটের সব ব্যাখ্যা, ছবি ও অন্যান্য উপকরণ BDEduCorner-এর নিজস্ব সম্পত্তি (যদি ভিন্নভাবে উল্লেখ না থাকে)। পূর্বানুমতি ছাড়া কোনো কনটেন্ট ব্যবহার, পরিবর্তন বা পুনঃপ্রকাশ করা যাবে না।
৫. দায়-সীমা (Limitation of Liability)
এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর কোনো ধরনের ক্ষতি, ভুল বোঝাবুঝি বা অসুবিধার জন্য BDEduCorner দায়ী থাকবে না। তথ্য ব্যবহার সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিজ দায়িত্বে।
৬. কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই
এই ওয়েবসাইট কেবলমাত্র শিক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। এর মাধ্যমে কোনো আর্থিক লাভ করা হয় না, এবং ব্যবহারকারীরাও এই সাইটকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না।
৭. ব্যবহারকারীর সম্মতি
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি ঘোষণা দিচ্ছেন যে, আপনি এই ডিসক্লেমারের সকল শর্ত ও নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং তা মেনে চলতে সম্মত।
© 2025 BDEduCorner — শিক্ষা হোক সবার জন্য, জ্ঞানের আলোয় গড়ি আগামীর বাংলাদেশ।
0 Comments