কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?

প্রশ্নঃ  কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪

ক) ৩
খ) ৪
গ) ৫ 
ঘ) ৬

সঠিক উত্তরঃ গ) ৫ 

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন বিশিষ্ট নারী।

 ‘বেগম রোকেয়া পদক-২০২৩' সম্পর্কে বিস্তারিত: 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ প্রদান করেন।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস - ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
- পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণ পদক, চার লাখ টাকার চেক ও সনদ পত্র প্রদান করা হয়।

• বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা হলেন :
১. খালেদা একরাম (মরণোত্তর) – নারী শিক্ষায়, -
২. ডাঃ হালিদা হানুম আক্তার – নারী অধিকার প্রতিষ্ঠায়
৩. কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর) – নারীর আর্থসামাজিক
৪. রণিতা বালা – পল্লি উন্নয়নে,
৫. নিশাত মজুমদার – নারী জাগরণে উদ্বুদ্ধকরণে।

২০২৪ সালে বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারীদের নামগুলো হলো — রানী হামিদ, পারভীন হাসান, শিরিন পারভিন হক, এবং তাসলিমা আখতার।
রানী হামিদ নারী শিক্ষা ও খেলাধুলায় অবদান
পারভীন হাসান নারী অধিকার ও সমাজসেবায় অবদান
শিরিন পারভিন হক নারী জাগরণ ও সংগঠনে নেতৃত্ব
তাসলিমা আখতার নারী অধিকার আন্দোলন ও শ্রম অধিকার রক্ষায় অবদান

উৎস: প্রধানমন্ত্রী কার্যালয় ওয়েবসাইট ও প্রথম আলো প্রতিবেদন।

Post a Comment

0 Comments