বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
ক) ৯৫
খ) ৯৬
গ) ৯৭
ঘ) ৯৮
সঠিক উত্তরঃ ৯৫
বাংলাদেশ সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন।
-> সংবিধানের ষষ্ঠভাগে বিচারবিভাগ ও ষষ্ঠভাগের প্রথম পরিচ্ছেদে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে।
→ সংবিধানের অনুচ্ছেদ – ৯৫: বিচারক নিয়োগ
১. প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
২. কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে, এবং
ক) সুপ্রীম কোর্টে অন্যূন দশ বৎসরকাল এ্যাডভোকেট না থাকিয়া থাকিলে; অথবা
খ) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন দশ বৎসর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে; অথবা
গ) সুপ্রীমকোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকিলে;
তিনি বিচারকপদে নিয়োগ লাভের যোগ্য হইবেন
৩. এই অনুচ্ছেদে “সুপ্রীম কোর্ট” বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করিয়াছে, সেই আদালত অন্তর্ভুক্ত হইবে।
• বিচার বিভাগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ:
-> অনুচ্ছেদ - ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-> অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ।
→ অনুচ্ছেদ - ৯৬: বিচারকদের পদের মেয়াদ।
-> অনুচ্ছেদ — ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-> অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ। সঠিক উত্তরঃ সৌদিআরব
-> অনুচ্ছেদ ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
-> অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
-> অনুচ্ছেদ ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার।
অনুচ্ছেদ ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।
উৎস: বাংলাদেশের সংবিধান।
0 Comments