নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে?

প্রশ্নঃ নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে?
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক ২০২৫
ক) লেখক
খ) চতুৰ্দশ
গ) কুহক
ঘ) হেমাঙ্গ
ঙ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ ঙ) কোনটিই নয়

ক) লেখক:
আমরা অনেক সময় বলি লেখক → লেখিকা।
আবার কেউ কেউ বলেন লেখয়িত্রী।
👉 কিন্তু খেয়াল করবেন, আধুনিক ব্যাকরণবিদরা মনে করেন লেখয়িত্রী আলাদা শব্দ হিসেবে টিকে নেই, এটি একেবারে প্রাচীন/সংস্কৃতধর্মী।
👉 প্রচলিত ও গ্রহণযোগ্য স্ত্রীবাচক রূপ আসলে একটিই: লেখিকা।
অর্থাৎ, বর্তমান বাংলার প্রমিত ব্যবহার অনুসারে লেখকের কেবল একটি স্ত্রীবাচক রূপ আছে।

চতুর্দশ → এটি সংখ্যা/ক্রমবাচক। সংখ্যা-শব্দে স্ত্রীলিঙ্গ হয় না।

কুহক → অর্থ প্রতারণা/জাদুবিদ্যা, এটি গুণবাচক শব্দ, লিঙ্গভেদ হয় না।

হেমাঙ্গ → মূলত একটি বিশেষ্য নাম (ব্যক্তি/কাব্যিক অভিব্যক্তি), এর স্ত্রীবাচক হয় না।

যেহেতু প্রদত্ত কোনো শব্দের বাস্তবে একাধিক স্ত্রীবাচক শব্দ নেই, তাই সঠিক উত্তর হবে:

👉 ঙ) কোনটিই নয়

মনে রাখার কৌশল
👉 যেসব শব্দ পেশা/অভ্যাস/কর্ম বোঝায় (যেমন: লেখক, পাঠক, গায়ক, নর্তক, কবি), সেগুলোর স্ত্রীবাচক একাধিক রূপ পাওয়া যায়।
👉 এক রূপ সাধারণত -ইকা দিয়ে তৈরি (লেখিকা, গায়িকা, পাঠিকা ইত্যাদি)।
👉 আরেক রূপ -য়িত্রী দিয়ে (লেখয়িত্রী, গায়য়িত্রী, পাঠয়িত্রী ইত্যাদি)।

কিছু কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
দেবর - ননদ এবং জা
ভাই - বোন এবং ভাবী( ভাইয়ের স্ত্রী)
ঠাকুল - ঠাকুরানী/ঠাকুরুন/ঠাকুরাইন

Post a Comment

0 Comments