উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৫। ১৫ সেপ্টেম্বর ২০২৩- কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত হয় জি-৭৭ প্লাস শীর্ষ সম্মেলন। জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন।  জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল। 
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড। 
সদস্য সংখ্যা: ১৩৫টি দেশ।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ। 
উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD).
বাংলাদেশ ১৯৮২–৮৩ সালে জি-৭৭ এর সভাপতিত্ব করে।
 জি-৭৭ এর সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

 জি-৭৭ এর সদস্য নামঃ
আফগানিস্তান
 আলজেরিয়া
 আর্জেন্টিনা
 বাংলাদেশ
 বেনিন
 বলিভিয়া
 ব্রাজিল
 বুরকিনা ফাসো
 বুরুন্ডি
 কম্বোডিয়া
 ক্যামেরুন
 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
 চাদ
 চিলি
 কলম্বিয়া
 কঙ্গো
 ডিআর কঙ্গো
 কোস্টারিকা
 ডোমিনিকান প্রজাতন্ত্র
 ইকুয়েডর
 মিশর
 এল সালভাদর
 ইথিওপিয়া
 গ্যাবন
 ঘানা
 গুয়াতেমালা
 গিনি
 হাইতি
 হন্ডুরাস
 ভারত
 ইন্দোনেশিয়া
 ইরান
 ইরাক
 জ্যামাইকা
 জর্ডন
 কেনিয়া
 কুয়েত
 লাওস
 লেবানন
 লাইবেরিয়া
 লিবিয়া
 মাদাগাস্কার
 মালয়েশিয়া
 মালি
 মৌরিতানিয়া
 মেক্সিকো 
 মরক্কো
 মায়ানমার
   নেপাল
 নিকারাগুয়া
 নাইজার
 নাইজেরিয়া
 পাকিস্তান
 পানামা
 প্যারাগুয়ে
 পেরু
 ফিলিপাইন
 রুয়ান্ডা
 সৌদি আরব
 সেনেগাল
 সিয়েরা লিওন
 সোমালিয়া
 শ্রীলঙ্কা
 সুদান
 সিরিয়া
 তানজানিয়া
 থাইল্যান্ড
 টোগো
 ত্রিনিদাদ ও টোবাগো
 তিউনিসিয়া
 উগান্ডা
 উরুগুয়ে
 ভেনেজুয়েলা
 ভিয়েতনাম
 ইয়েমেন
অন্যান্য বর্তমান সদস্যরা
 অ্যাঙ্গোলা
 অ্যান্টিগুয়া ও বারবুডা
 আজারবাইজান
 বাহামা
 বাহরাইন
 বার্বাডোস
 বেলিজ
 ভুটান
 বতসোয়ানা
 ব্রুনাই দারুসসালাম
 কাবো ভার্দে
 চীন
 কমোরোস
 কোট ডি'আইভরি
 কিউবা
 জিবুতি
 ডোমিনিকা
 নিরক্ষীয় গিনি
 ইরিত্রিয়া
 ইসোয়াতিনি
 ফিজি
 গাম্বিয়া
 গ্রেনাডা
 গিনি-বিসাউ
 গায়ানা
 কিরিবাতি
 লেসোথো
 মালাউই
 মালদ্বীপ
 মার্শাল দ্বীপপুঞ্জ
 মরিশাস
 মাইক্রোনেশিয়ার সংযুক্ত রাষ্ট্রসমূহ
 মঙ্গোলিয়া
 মোজাম্বিক
 নামিবিয়া
 নাউরু
 উত্তর কোরিয়া
 ওমান
 প্যালেস্টাইন
 পাপুয়া নিউ গিনি
 কাতার
 সেন্ট কিটস ও নেভিস
 সেন্ট লুসিয়া
 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস
 সামোয়া
 সাও টোমে এবং প্রিন্সিপে
 সেশেলস
 সিঙ্গাপুর
 সলোমন দ্বীপপুঞ্জ
 দক্ষিণ আফ্রিকা
 দক্ষিণ সুদান
 সুরিনাম
 তাজিকিস্তান
 পূর্ব তিমুর
 টোঙ্গা
 তুর্কমেনিস্তান
 সংযুক্ত আরব আমিরাত
 ভানুয়াতু
 জাম্বিয়া
 জিম্বাবুয়ে

[অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য আপডেট হয় নি, তবে জাতিসংঘ ও বিভিন্ন নিউজপোর্টালে ১৩৫টি রাষ্ট্রের কথা উল্লেখ রয়েছে।]

সূত্র: জি-৭৭ ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট

Post a Comment

0 Comments