বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
English
Tourism in Bangladesh
3. Read the passage below and answer the questions that follow: 2x5=10
Education is much more than mere literacy. Theconcept of education is rather significant. One who has enriched his head, hand and heart in harmonious way is educated in the true sense of the term. Here, we get the concept of three H's after the acquisition of the three R's that is Reading, Writing and Arithmetic. When a literate person uplifts himself to self-learning stage, he begins to acquire the enrichment of his head, hand and heart. One who becomes an automobile engineer should have the theoretical knowledge in his head. He must know how to work with an automobile with his skilled and should have moral values to be fair in his profession in his heart. If an electronic engineer has to go to a mechanic to repair his own TV set, it shows that he is not skilled and not educated in the true sense and even has no desire in his heart to learn the skill. If one who is the highest degree holder of education of our country takes a bribe to do someone favor, we cannot call him truly educated because he is not rich in heart. So, let us try to develop our three H's for a peaceful and prosperous Bangladesh.
Attempt the following questions:
i) Who is a truly educated person desired in the passage?
Ans: A truly educated person is one who enriches his head, hand, and heart harmoniously. Such a person not only has theoretical knowledge but also possesses practical skills and moral values.
ii) Why should we develop three H's?
Ans: We should develop the three H's (head, hand, heart) to become truly educated, skilled, and morally upright. This development helps us lead a responsible life and contribute to a peaceful and prosperous Bangladesh.
iii) How does a literate person enrich himself with three H's?
Ans: A literate person enriches himself by moving beyond basic literacy (Reading, Writing, Arithmetic) to self-learning and practical application:
Head: Gaining deep theoretical knowledge about his field.
Hand: Acquiring practical skills to perform tasks efficiently.
Heart: Developing ethical and moral values to act fairly and responsibly.
iv) Why is skill more important than education?
Ans: Skill is more important because knowledge alone cannot solve real-life problems. A person may be highly educated academically, but without practical ability (skill), he cannot apply what he knows. True education combines both knowledge and skill, enabling a person to perform tasks efficiently and independently.
v) Provide the gist of the passage in two sentences.
Ans: Education is not just literacy; it is the harmonious development of knowledge, skill, and moral values. A truly educated person, enriched in head, hand, and heart, is capable, ethical, and contributes positively to society and national development. 1x5=5
4. Correct the following sentences:
a) I succeeded to solve the problem.
Ans: I succeeded in solving the problem.
b) There is no place for doubt.
Ans: There is no room for doubt.
c) Walk fast lest you miss the class.
Ans: Walk fast lest you should miss the class.
d) Do you see her lately?
Ans: Have you seen her lately.
e. He wanted the work complete.
Ans: He wanted the work completed.
5. Fill in the blanks using appropriate preposition. 1x5=5
a) Look you leap.
Ans: before.
b) He looked satisfied------my answer.
Ans: with.
c) He excels----speaking English.
Ans: in.
d) He is not used---------telling lies.
Ans: to.
f) His absence--------work was due to illness.
Ans: from.
সাধারণ জ্ঞান
ক. বাংলাদেশ বিষয়াবলি
১. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশের ভৌগোলিক সীমানা উল্লেখ করুন। ১+২=৩
উত্তর: বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তর ও পশ্চিমে ভারত, পূর্বে ভারত ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
২. বাংলাদেশের সংবিধান কোন সালের কত তারিখে গৃহীত হয়? এ যাবত সংবিধানের কতটি সংশোধনী করা হয়েছে? সম্প্রতি সংবিধানের কততম সংশোধনীর অংশবিশেষ বাতিল করা হয়েছে? ১+১+১=৩
উত্তর: ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এ যাবত সংবিধানের ১৭ টি সংশোধনী করা হয়েছে। সম্প্রতি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করা হয়েছে।
৩. পূর্ণরূপ লিখুনঃ
BRRI: Bangladesh Rich Research Institute.
(খ) BADC: Bangladesh Agricultural Development Corporation
(গ) BARC: Bangladesh Agricultural Research Institute
(ঘ) BJRI: Bangladesh Jute Research Institute
(ঙ) SRDI: Soil Resource Development Institute
(চ) CDB: Cotton Development Board.
৪. ফসল উৎপাদনে বছরের তিনটি মৌসুমের নাম, সময়কাল ও একটি করে প্রধান ফসলের নাম লিখুন ৷
উত্তর: বাংলাদেশে তিনটি প্রধান কৃষি মৌসুম রয়েছে। এগুলো হলো রবি,খরিফ-১, খরিফ-২।
সময়কাল ও প্রধান ফসলের নাম:
রবি: ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ মার্চ (আশ্বিন থেকে ফালগুন)। একটি প্রধান ফসল-বোরো ধান।
খরিপ-১: ১৬ মার্চ থেকে ১৫ জুন (চৈত্র থেকে জ্যৈষ্ঠ)। একটি প্রধান ফসল-পাট ।
খরিপ-২: ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর (আষাঢ় থেকে ভাদ্র) । একটি প্রধান ফসল - আমন ধান।
৫. নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন ।
(ক) বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' কাকে বলা হয়?
উত্তর: চিংড়িকে।
(খ) পাঠের জীবন রহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধানের নাম
কী?
উত্তর: ড. মাকসুদুল আলম ।
(গ) বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? এটি কোন উপজেলায় অবস্থিত? উত্তর: সেন্টমার্টিন । এটি টেকনাফ উপজেলায় অবস্থিত।
খ. আন্তর্জাতিক বিষয়াবলি
৬. SAARC এর পূর্ণরূপ লিখুন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন। ১+১+১=৩
উত্তর: SAARC : South Asian Association for Regional Cooperation. সার্ক ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান ।
৭. বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম লিখুন। ৩
উত্তর: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম: বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত - বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পাকিস্তান পাকিস্তান রেঞ্জার্স ।
৮. বিমসটেক (BIMSTEC) এর পূর্ণরূপ কী? এর লক্ষ্য এবং উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করুন ।১+২=৩
উত্তর: BIMSTEC: Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation. বিমসটেক-এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, যা অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দ্রুত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনে সহায়তা করে। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে, যা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিমসটেক কেবল অর্থনৈতিক উন্নয়নকেই গুরুত্ব দেয় না, বরং এটি প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। এটি আঞ্চলিক দেশগুলোকে সামাজিক ও প্রযুক্তিগতভাবে একত্রিত করে, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও, বিমসটেক দক্ষ জনশক্তি তৈরী, জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৯. IRRI এর পূর্ণরূপ লিখুন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ১+১=2
উত্তর: IRRI: International Rice Research Institute. এর সদর সপ্তর ফিলিপাইনে এ অবস্থিত।
১০. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :
(ক) 'চা' এর আদিবাস কোথায় ?
উত্তর: চীনে ।
(খ) বিশ্বের কোন দেশকে 'Zero Population' এর দেশ বলা হয়?
(গ) 'গ্লোবাল ওয়ার্মিং' এর জন্য দায়ী গ্যাসগুলোর নাম কী?
উত্তর: গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলো হলো: কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেb (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ফ্লোরোকার্বন বা কৃত্রিম গ্রীনহাউস গ্যাস (CFCs, HFCs ইত্যাদি)। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং গ্লোবাল ওয়ার্মিং ঘটে।
(ঘ) মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান নেই?
উত্তর: সৌদি আরব।
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
১১. CFC কী? এটি বায়ুমণ্ডলের কী ক্ষতি করে ?
উত্তর: সিএফসি (CFC) বা ক্লোরাফ্লোরোকার্বন হলো এমন একটি রাসায়নিক যৌগ যা কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন পরমাণু দিয়ে গঠিত। এটি বায়ুমণ্ডলে উঠে সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি দ্বারা ভেঙে যায় এবং এতে থাকা ক্লোরিন ওজোনস্তর ধ্বংস করে। ওজোনস্তর ক্ষয় হলে UV রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছে। এর ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এছাড়াও, CFC গ্রীনহাউস গ্যাস হিসেবেও কাজ করে, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় । তাই CFC পরিবেশ ও মানুষের জন্য খুবই ক্ষতিকর।
১২. বায়ুমণ্ডলের প্রধান প্রধান উপাদানগুলোর নাম লিখুন । ৩.
উত্তর: বায়ুমণ্ডলের প্রধান প্রধান উপাদানগুলো হলো: নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), আর্গন (Ar), কার্বন ডাইঅক্সাইড (CO2), নিয়ন (Ne), হিলিয়াম (He), মিথেন (CH4), হাইড্রোজেন (H2) ক্ষুদ্র পরিমাণেজলীয় বাষ্প (H2O) পরিমাণে পরিবর্তনশীল. কম্পিউটারের ২ টি করে 'ইনপুট' ও 'আউটপুট' ডিভাইসের নাম লিখুন :
উত্তর: কম্পিউটারের ২ টি করে 'ইনপুট' ও 'আউটপুট' ডিভাইসের নাম:
ইনপুট ডিভাইস: মাউস, কী-বোর্ড।
আউটপুট ডিভাইস: প্রিন্টার,মনিটর।
১৪. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
(ক) 'স্বর্ণা' কী? এর উদ্ভাবকের নাম লিখু
উত্তর: 'স্বর্ণা' হলো একটি বিশেষ ধরনের জৈব সার। এর উদ্ভাবক ড. মোহম্মদ আব্দুল খালেক ।
(খ) ডেঙ্গুজর হলে রক্তে কোন উপাদানটি সাধারণত কমে? উত্তর: প্লাটিলেট।
(গ) চাষাবাদে ব্যবহৃত 'SALT' এর পূর্ণরূপ লিখুন ।
উত্তর: SALT: Sloping Agricultural Land Technology
(ঘ) 'রুট প্রুনিং' কী?
উত্তর: গাছের শিকড় ছাঁটাই করার একটি প্রক্রিয়া ।
টেকনিক্যাল
১. ক) মৃত্তিকা বুনট কি ?
খ) মৃত্তিকা বুনটের সংক্ষিপ্ত বর্ণনা দিন।
গ) জমির উর্বরতা বৃত্তিতে জৈব সারের গুরুত্ব লিখুন।
ঘ) জমিতে সার প্রয়োগের নীতিমালাসমূহ উল্লেখ করুন।
২. ক) বীজ শোধন বলতে কি বুঝায়?
খ) ফসল উৎপাদনে বীজ শোধনের গুরুত্ব উল্লেখ করুন ।
গ) বীজ শোষনের ভৌত ও রাসায়নিক পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণনা করুন।
৩. ক) লবনাক্ততা সহনশীল বিভিন্ন ফসলের জাতের নাম উল্লেখ করুন।
খ) আলু চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতি, সার ও বালাই ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা ও ফলন উল্লেখপূর্বক উৎপাদন পদ্ধতি বর্ণনা করুন। ৪. ক) সবজির ২টি উপকারী পোকা ও ২টি ক্ষতিকর পোকার নাম লিখুন।
খ) খানের ২টি ব্যাকটেরিয়াজনিত ও ২টি ছত্রাকজনিত রোগের নাম, লক্ষণসমূহ প্রতিকারসহ বর্ণনা করুন।
৫. ক) কৃষি যান্ত্রিকীকরণ কি?
খ) কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন ।
গ) বাংলাদেশের বহল ব্যবহৃত কর্ষণ, মাড়াই ও প্রক্রিয়াজাতকরণে কৃষি যন্ত্রসমূহের নাম লিখুন ।
ঘ) ফসল কর্তনে "কমবাইন্ড হারভেস্টার" এর তুলনামূলক সুবিধা উল্লেখ করুন ।
৬. ক) আইপিএম (IPM) বলতে কি বুঝায়?
খ) IPM এর উপাদানগুলো কি কি?
গ) সবজি উৎপাদনে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সংক্রান্ত একটি নমুনা লিফলেট তৈরি করুন।
৭. ক) বাংলাদেশের কৃষি সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণ, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এমন (প্রতিটি ক্ষেত্রে) ২টি করে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুন ।
খ) উপজেলা কৃষি কার্যালয়ের "Organogram" ছকের মাধ্যমে উপস্থাপন করুন ।
গ) একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আপনি স্থানীয় নেতা ও সাধারণ কৃষকের সাথে কিভাবে সমন্বয় করে কৃষি সম্প্রাসাগুণের কাজ করবেন লিখুন ।
৮. টিকা লিখুন:
ক) উদ্ভিদের অযৌন বশেবিস্তার
খ) আগাছা দমন
গ) জৈব বালাইনাশক
ঘ) মালচিং
0 Comments