পিএসসি উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশ্ন ২০২৫ সমাধান

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

পদের নাম: উপসহকারী কৃষি কর্মকর্তা; 
পরীক্ষার তারিখ: ০৬/১০/২০২৫
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ২০০
পিএসসি উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশ্ন ২০২৫ সমাধান


বাংলা
১. 'বাংলাদেশের কৃষি' শিরোনামে একটি প্রবন্ধ লিখুন ৷                                                   ১৫
২. নিচের অংশটুকুর সারাংশ লিখুন :                                                                                    
অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ দৃষ্টি দাও, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন।

সারাংশ: মানুষকে নিজের জীবনের বিনিময়ে নয়, বরং ছোট ছোট কাজের মাধ্যমে সাহায্য করা উচিত। যেমন: দুঃখীদের ছোট ছোট দুঃখ দূর করা, আশাহীন মানুষের মনে আশা জাগাও, পথের অসহায় মানুষের প্রতি করুণ দৃষ্টি দিলেই অনেক কিছু করা হয়। প্রকৃত মানুষ তারা-ই, যারা পরের দুঃখে ব্যথিত হয় এবং অপরের অভাব পূরণে আনন্দ অনুভব করে।

৩. শহরের কৃষিমেলা পরিদর্শনের আহ্বান জানিয়ে গ্রামের কৃষক বন্ধুকে চিঠি লিখুন ৷        
৫অক্টোবর, ২০২৫ 
বসুন্ধরা, ঢাকা 
প্ৰিয় তুহিন,
আশা করি তুমি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাকে এই চিঠি লেখার মূল উদ্দেশ্য হলো শহরে অনুষ্ঠিতব্য কৃষিমেলা সম্পর্কে জানানো। আগামী সোমবার থেকে বসুন্ধরা মাঠে সপ্তাহব্যাপী এক বৃহৎ কৃষিমেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে কৃষক, গবেষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ, সার, কৃষিযন্ত্র এবং ফসল সংরক্ষণের নতুন পদ্ধতি প্রদর্শন করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের নানা দিকনির্দেশনা দেবেন। তোমার মতো একজন পরিশ্রমী কৃষকের জন্য এই মেলাটি অত্যন্ত উপকারী হবে।

তুমি যদি এখানে এসে অংশগ্রহণ করো, তাহলে নিশ্চয়ই অনেক নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আশা করি, তুমি সময় করে শহরে এসে আমার সঙ্গে এই কৃষিমেলাটি পরিদর্শন করবে। তোমার আগমনের অপেক্ষায় রইলাম।
ইতি তোমার বন্ধু
জাহিদ হাসান


 প্রেরক                                   প্ৰাপক                         ডাকটিকিট
জাহিদ হাসান                        তুহিন 
বসুন্ধরা, ঢাকা                        গাজীপুর সদর

৪. বাংলায় অনুবাদ লিখুন:                                                                                                
He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their own lives. They are ready to lie down their lives for the welfare of their country. They live ever after their death

উত্তর: যিনি তাঁর দেশকে ভালোবাসেন তিনিই দেশপ্রেমিক। দেশপ্রেমিকেরা তাঁদের দেশকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন। তাঁরা দেশের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। তাঁরা মৃত্যুর পরও চিরকাল বেঁচে থাকেন।

৫. ক. বাংলা শব্দ গঠনে উপসর্গ প্রত্যয়ের ভূমিকা আলোচনা করুন।                                                     ৫ 

উত্তর: বাংলা শব্দগঠনে উপসর্গ এবং প্রত্যয় উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পরিবর্তন বা সম্প্রসারণ ঘটায় এবং ভাষাকে গতিশীলতা প্রদান করে । শব্দ গঠনে উপসর্গ শব্দের শুরুতে এবং প্রত্যয় শব্দ ও ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে ভাষার শব্দভান্ডার সমৃদ্ধ করে। উপসর্গের প্রধান ভূমিকাগুলো হলো:
নতুন অর্থবোধক শব্দ তৈরি করে । 
শব্দের অর্থের পূর্ণতা সাধিত করে।
শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়।
শব্দের অর্থের সংকোচন ঘটায়।
শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

প্রত্যয়ের প্রধান ভূমিকাগুলো হলো:
নতুন শব্দ সৃষ্টি করে।
পদের শ্রেণী পরিবর্তন করে ব্যাকরণিক পরিচয় পরিবর্তন করে। 
অর্থের সম্প্রসারণ বা পরিবর্তন ঘটায়।

খ. বাংলা বানানে মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন ব্যবহারের পাঁচটি নিয়ম লিখুন । ৫ 

উত্তর: মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ৫ টি নিয়ম হল:
নিয়ম
১. ট-বর্গীয় ধ্বনির আগে দন্ত্য ন বণ্টন, লুণ্ঠন, ঘণ্টা, ব্যবহৃত হলে, সবসময় তা মূর্ধন্য 'ণ' হয় ।
উদাহরণঃ কণ্টক, খণ্ড ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
উদাহরণঃ ঋণ, ঘৃণা, বর্ণ, বিষ্ণু, তৃণ, বরণ, ভূষণ, সুবর্ণা ইত্যাদি ।
৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক- বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
উদাহরণঃ কৃপণ, হরিণ, অর্পণ, শ্রবণ, দর্পণ, গ্রহণ, প্রবণ, লক্ষণ, রামায়ণ, ব্রাহ্মণ ইত্যাদি।
৪. প্র, পরা, পূর্ব এবং অপর শব্দের পরে 'অহ্ন' শব্দের দন্ত্য 'ন' মূর্ধন্য 'ণ' হয়। প্রাহ্ন, পরাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ ইত্যাদি। তবে মধ্যাহ্ন, সায়াহ্ন শব্দে 'ণ' হয় না।
৫. ঋ, র, ষ, ব, প-বর্গীয় বর্ণের সাথে অয়ন/ আয়ন প্রত্যয় যুক্ত হলে অয়ন/আয়ন এর শেষ 'ন' হলে 'ণ' হয়। পরায়ণ, নারায়ণ, রামায়ণ,  উত্তরায়ণ, চন্দ্রায়ণ,শিবায়ণ, রূপায়ণ ইত্যাদি।

English

1. Write an essay on "Tourism in Bangladesh" using the following hints.                                             15
a) Introduction: who is a tourist? Difference between a tourist and a visitor.
b) Important places in Bangladesh, attitude towards tourist, problems and prospects.
c) Exploration and conservation of tourism sector in Bangladesh.
d) Relation with country's economic growth and career opportunity.
e) Conclusion.

Tourism in Bangladesh

a) Introduction: Who is a Tourist? Difference between a Tourist and a Visitor.
Tourism means travelling from one place to another for enjoyment, education, or adventure. A tourist is a person who travels to learn, explore, and enjoy the beauty, culture, and heritage of other places. A visitor, on the other hand, may travel for business, family purposes, or short stays without the intention of recreation or exploration. Tourism is not only a source of pleasure but also an important sector that contributes to a country's economy and global image. Bangladesh, with its natural beauty and rich cultural heritage, offers great opportunities for tourism.

b) Important Places in Bangladesh, Attitude towards Tourists, Problems and Prospects. 
Bangladesh is a land of breathtaking beauty. The country has many tourist attractions- Cox's Bazar, the longest sea beach in the world; Kuakata, known as the "Daughter of the Sea," where both sunrise and sunset can be seen; and The Sundarbans, the largest mangrove forest and home to the Royal Bengal Tiger. The hill tracts of Rangamati, Bandarban, and Khagrachhari, and the tea gardens of Sylhet are full of natural charm. Historical and archaeological sites Mahasthangarh, Paharpur, like Mainamati, Sonargaon, Lalbagh Fort, and Ahsan Manzil attract both local and foreign visitors.

Attitude towards Tourists:
The people of Bangladesh are known for their friendliness and hospitality. They welcome tourists with open hearts and warm smiles. Both local and foreign visitors usually feel safe and comfortable while travelling here. In many rural areas, local people show great interest in helping and guiding visitors, often without expecting any reward. This positive and welcoming attitude leaves a lasting impression and encourages tourists to visit again. However, some people still need to learn proper manners of dealing with foreign tourists. More awareness and training can make Bangladesh even more tourist-friendly. Overall, the people's generous attitude is one of the strongest assets of our tourism sector.

Problems and Prospects:
Despite having enormous potential, tourism in Bangladesh faces several problems, such as poor transport facilities, lack of modern hotels and resorts, insufficient publicity, and environmental pollution. Sometimes the security system and management are not up to international standards. Yet, the prospects are bright. If the problems are solved through proper planning, Bangladesh can become one of the most attractive tourist destinations in South Asia.

c) Exploration and Conservation of Tourism Sector in Bangladesh
The government and private organizations should work together to explore new tourist spots and develop existing ones. Historical and natural places must be conserved and protected from pollution and damage. Eco-friendly tourism should be encouraged to maintain the natural environment. Building better roads, ensuring safety, and training professional guides will attract more tourists. Public awareness about cleanliness and hospitality can also make a big difference. Modern technology and social media should be used to promote Bangladesh's tourism globally.

d) Relation with Country's Economic Growth and Career Opportunity
Tourism has a strong link with the economic growth of a country. It earns valuable foreign currency and helps reduce unemployment. Many people such as tour guides, hotel workers, drivers, craftsmen, and small business owners- earn their living from tourism. It also promotes the sale of local products and handicrafts. By expanding this sector, Bangladesh can create thousands of jobs and improve the living standards of rural people. Thus, tourism contributes directly to national development.

e) Conclusion
Tourism in Bangladesh has enormous potential. With its natural beauty, rich culture, and kind-hearted people, Bangladesh can become one of the most attractive tourist destinations in South Asia. If the problems are solved and proper facilities are provided, this sector can bring fame, employment, and prosperity to our country. Therefore, every citizen should take pride in promoting and protecting our tourist spots for the bright future of Bangladesh.

2. Suppose you are a Sub Assistant Agriculture Officer and there was a flash flood in your locality for which crop fields were damaged and farmers were in heavy economic loss. Write a letter to the Deputy Commissioner for financial aid so that farmers can sustain and start cultivation.       5

07-10-2025
To
The Deputy Commissioner, Barishal
Bangladesh.
Subject: Prayer for Financial Aid for Flood- Affected Farmers.
Sir,
With due respect, I beg to state that a sudden flash flood occurred in my working area under Barishal Sadar on 4th october,2025 causing severe damage to the standing crops. Almost all the paddy fields, vegetable gardens, and seedbeds have been submerged under water. As a result, the farmers of this area have suffered a great economic loss. Many of them are unable to afford seeds, fertilizers, and other agricultural inputs to restart cultivation.

Being the Sub-Assistant Agriculture Officer of this area, I have personally visited the affected fields and prepared a preliminary report on the extent of the damage. The farmers are now in urgent need of financial assistance from the government so that they can recover their losses and resume cultivation for the next season. Without such support, agricultural production in this region will be seriously hampered, and the farmers' livelihoods will be at great risk.

In view of the above circumstances, I would like to request your kind consideration for immediate financial aid and necessary support for the affected farmers of this locality. This assistance will help them sustain their families and continue agricultural activities, which are vital for the local economy.
I shall be ever grateful for your kind and timely action in this regard.

Yours faithfully,
Md. Jakir Hossen
Sub-Assistant Agriculture Officer Barishal Sadar, Barishal

3. Read the passage below and answer the questions that follow: 2x5=10

Education is much more than mere literacy. Theconcept of education is rather significant. One who has enriched his head, hand and heart in harmonious way is educated in the true sense of the term. Here, we get the concept of three H's after the acquisition of the three R's that is Reading, Writing and Arithmetic. When a literate person uplifts himself to self-learning stage, he begins to acquire the enrichment of his head, hand and heart. One who becomes an automobile engineer should have the theoretical knowledge in his head. He must know how to work with an automobile with his skilled and should have moral values to be fair in his profession in his heart. If an electronic engineer has to go to a mechanic to repair his own TV set, it shows that he is not skilled and not educated in the true sense and even has no desire in his heart to learn the skill. If one who is the highest degree holder of education of our country takes a bribe to do someone favor, we cannot call him truly educated because he is not rich in heart. So, let us try to develop our three H's for a peaceful and prosperous Bangladesh.

Attempt the following questions:

i) Who is a truly educated person desired in the passage?

Ans: A truly educated person is one who enriches his head, hand, and heart harmoniously. Such a person not only has theoretical knowledge but also possesses practical skills and moral values.

ii) Why should we develop three H's?

Ans: We should develop the three H's (head, hand, heart) to become truly educated, skilled, and morally upright. This development helps us lead a responsible life and contribute to a peaceful and prosperous Bangladesh.

iii) How does a literate person enrich himself with three H's?

Ans: A literate person enriches himself by moving beyond basic literacy (Reading, Writing, Arithmetic) to self-learning and practical application:

Head: Gaining deep theoretical knowledge about his field.

Hand: Acquiring practical skills to perform tasks efficiently.

Heart: Developing ethical and moral values to act fairly and responsibly.

iv) Why is skill more important than education? 

Ans: Skill is more important because knowledge alone cannot solve real-life problems. A person may be highly educated academically, but without practical ability (skill), he cannot apply what he knows. True education combines both knowledge and skill, enabling a person to perform tasks efficiently and independently.

v) Provide the gist of the passage in two sentences. 

Ans: Education is not just literacy; it is the harmonious development of knowledge, skill, and moral values. A truly educated person, enriched in head, hand, and heart, is capable, ethical, and contributes positively to society and national development.                                                      1x5=5

4. Correct the following sentences: 

a) I succeeded to solve the problem. 

        Ans: I succeeded in solving the problem.

b) There is no place for doubt.

        Ans: There is no room for doubt.

c) Walk fast lest you miss the class.

         Ans: Walk fast lest you should miss the class. 

d) Do you see her lately?

        Ans: Have you seen her lately. 

e. He wanted the work complete. 

        Ans: He wanted the work completed.

5. Fill in the blanks using appropriate preposition. 1x5=5

a) Look you leap.

        Ans: before.

b) He looked satisfied------my answer. 

        Ans: with.

c) He excels----speaking English.

        Ans: in.

d) He is not used---------telling lies.

        Ans: to.

f) His absence--------work was due to illness. 

        Ans: from.

সাধারণ জ্ঞান

ক. বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশের ভৌগোলিক সীমানা উল্লেখ করুন। ১+২=৩ 

উত্তর: বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তর ও পশ্চিমে ভারত, পূর্বে ভারত ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

২. বাংলাদেশের সংবিধান কোন সালের কত তারিখে গৃহীত হয়? এ যাবত সংবিধানের কতটি সংশোধনী করা হয়েছে? সম্প্রতি সংবিধানের কততম সংশোধনীর অংশবিশেষ বাতিল করা হয়েছে?         ১+১+১=৩

উত্তর: ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এ যাবত সংবিধানের ১৭ টি সংশোধনী করা হয়েছে। সম্প্রতি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করা হয়েছে। 

৩. পূর্ণরূপ লিখুনঃ

BRRI: Bangladesh Rich Research Institute. 

(খ) BADC: Bangladesh Agricultural Development Corporation

(গ) BARC: Bangladesh Agricultural Research Institute

(ঘ) BJRI: Bangladesh Jute Research Institute 

(ঙ) SRDI: Soil Resource Development Institute 

(চ) CDB: Cotton Development Board.

৪. ফসল উৎপাদনে বছরের তিনটি মৌসুমের নাম, সময়কাল ও একটি করে প্রধান ফসলের নাম লিখুন ৷

উত্তর: বাংলাদেশে তিনটি প্রধান কৃষি মৌসুম রয়েছে। এগুলো হলো রবি,খরিফ-১, খরিফ-২।

সময়কাল ও প্রধান ফসলের নাম:

রবি: ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ মার্চ (আশ্বিন থেকে ফালগুন)। একটি প্রধান ফসল-বোরো ধান।

খরিপ-১: ১৬ মার্চ থেকে ১৫ জুন (চৈত্র থেকে জ্যৈষ্ঠ)। একটি প্রধান ফসল-পাট ।

খরিপ-২: ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর (আষাঢ় থেকে ভাদ্র) । একটি প্রধান ফসল - আমন ধান।

৫. নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন ।

(ক) বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' কাকে বলা হয়?

উত্তর: চিংড়িকে।

(খ) পাঠের জীবন রহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধানের নাম

কী?

উত্তর: ড. মাকসুদুল আলম ।

(গ) বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? এটি কোন উপজেলায় অবস্থিত? উত্তর: সেন্টমার্টিন । এটি টেকনাফ উপজেলায় অবস্থিত।

খ. আন্তর্জাতিক বিষয়াবলি

৬. SAARC এর পূর্ণরূপ লিখুন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন।                 ১+১+১=৩

উত্তর: SAARC : South Asian Association for Regional Cooperation. সার্ক ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান । 

৭. বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম লিখুন।                         ৩ 

উত্তর: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম: বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত - বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পাকিস্তান পাকিস্তান রেঞ্জার্স ।

৮. বিমসটেক (BIMSTEC) এর পূর্ণরূপ কী? এর লক্ষ্য এবং উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করুন ।১+২=৩

উত্তর: BIMSTEC: Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation. বিমসটেক-এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, যা অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দ্রুত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনে সহায়তা করে। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে, যা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিমসটেক কেবল অর্থনৈতিক উন্নয়নকেই গুরুত্ব দেয় না, বরং এটি প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। এটি আঞ্চলিক দেশগুলোকে সামাজিক ও প্রযুক্তিগতভাবে একত্রিত করে, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও, বিমসটেক দক্ষ জনশক্তি তৈরী, জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৯. IRRI এর পূর্ণরূপ লিখুন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত?                     ১+১=2 

উত্তর: IRRI: International Rice Research Institute. এর সদর সপ্তর ফিলিপাইনে এ অবস্থিত।

১০. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন : 

(ক) 'চা' এর আদিবাস কোথায় ?

উত্তর: চীনে ।

(খ) বিশ্বের কোন দেশকে 'Zero Population' এর দেশ বলা হয়? 

(গ) 'গ্লোবাল ওয়ার্মিং' এর জন্য দায়ী গ্যাসগুলোর নাম কী?

উত্তর: গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলো হলো: কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেb (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ফ্লোরোকার্বন বা কৃত্রিম গ্রীনহাউস গ্যাস (CFCs, HFCs ইত্যাদি)। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং গ্লোবাল ওয়ার্মিং ঘটে।

(ঘ) মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান নেই?

উত্তর: সৌদি আরব।

গ. বিজ্ঞান ও প্রযুক্তি

১১. CFC কী? এটি বায়ুমণ্ডলের কী ক্ষতি করে ?

উত্তর: সিএফসি (CFC) বা ক্লোরাফ্লোরোকার্বন হলো এমন একটি রাসায়নিক যৌগ যা কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন পরমাণু দিয়ে গঠিত। এটি বায়ুমণ্ডলে উঠে সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি দ্বারা ভেঙে যায় এবং এতে থাকা ক্লোরিন ওজোনস্তর ধ্বংস করে। ওজোনস্তর ক্ষয় হলে UV রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছে। এর ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এছাড়াও, CFC গ্রীনহাউস গ্যাস হিসেবেও কাজ করে, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় । তাই CFC পরিবেশ ও মানুষের জন্য খুবই ক্ষতিকর।

১২. বায়ুমণ্ডলের প্রধান প্রধান উপাদানগুলোর নাম লিখুন ।                                            ৩.

উত্তর: বায়ুমণ্ডলের প্রধান প্রধান উপাদানগুলো হলো: নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), আর্গন (Ar), কার্বন ডাইঅক্সাইড (CO2), নিয়ন (Ne), হিলিয়াম (He), মিথেন (CH4), হাইড্রোজেন (H2) ক্ষুদ্র পরিমাণেজলীয় বাষ্প (H2O) পরিমাণে পরিবর্তনশীল. কম্পিউটারের ২ টি করে 'ইনপুট' ও 'আউটপুট' ডিভাইসের নাম লিখুন :

উত্তর: কম্পিউটারের ২ টি করে 'ইনপুট' ও 'আউটপুট' ডিভাইসের নাম:

ইনপুট ডিভাইস: মাউস, কী-বোর্ড।

আউটপুট ডিভাইস: প্রিন্টার,মনিটর।

১৪. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

(ক) 'স্বর্ণা' কী? এর উদ্ভাবকের নাম লিখু                               

উত্তর: 'স্বর্ণা' হলো একটি বিশেষ ধরনের জৈব সার। এর উদ্ভাবক ড. মোহম্মদ আব্দুল খালেক ।

(খ) ডেঙ্গুজর হলে রক্তে কোন উপাদানটি সাধারণত কমে? উত্তর: প্লাটিলেট।

(গ) চাষাবাদে ব্যবহৃত 'SALT' এর পূর্ণরূপ লিখুন ।

উত্তর: SALT: Sloping Agricultural Land Technology

(ঘ) 'রুট প্রুনিং' কী?

উত্তর: গাছের শিকড় ছাঁটাই করার একটি প্রক্রিয়া ।

টেকনিক্যাল

১. ক) মৃত্তিকা বুনট কি ?

খ) মৃত্তিকা বুনটের সংক্ষিপ্ত বর্ণনা দিন।

গ) জমির উর্বরতা বৃত্তিতে জৈব সারের গুরুত্ব লিখুন। 

ঘ) জমিতে সার প্রয়োগের নীতিমালাসমূহ উল্লেখ করুন।

২. ক) বীজ শোধন বলতে কি বুঝায়?

খ) ফসল উৎপাদনে বীজ শোধনের গুরুত্ব উল্লেখ করুন ।

গ) বীজ শোষনের ভৌত ও রাসায়নিক পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণনা করুন।

৩. ক) লবনাক্ততা সহনশীল বিভিন্ন ফসলের জাতের নাম উল্লেখ করুন।

খ) আলু চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতি, সার ও বালাই ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা ও ফলন উল্লেখপূর্বক উৎপাদন পদ্ধতি বর্ণনা করুন। ৪. ক) সবজির ২টি উপকারী পোকা ও ২টি ক্ষতিকর পোকার নাম লিখুন।

খ) খানের ২টি ব্যাকটেরিয়াজনিত ও ২টি ছত্রাকজনিত রোগের নাম, লক্ষণসমূহ প্রতিকারসহ বর্ণনা করুন।

৫. ক) কৃষি যান্ত্রিকীকরণ কি?

খ) কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন । 

গ) বাংলাদেশের বহল ব্যবহৃত কর্ষণ, মাড়াই ও প্রক্রিয়াজাতকরণে কৃষি যন্ত্রসমূহের নাম লিখুন ।

ঘ) ফসল কর্তনে "কমবাইন্ড হারভেস্টার" এর তুলনামূলক সুবিধা উল্লেখ করুন ।

৬. ক) আইপিএম (IPM) বলতে কি বুঝায়?

খ) IPM এর উপাদানগুলো কি কি?

গ) সবজি উৎপাদনে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সংক্রান্ত একটি নমুনা লিফলেট তৈরি করুন।

৭. ক) বাংলাদেশের কৃষি সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণ, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এমন (প্রতিটি ক্ষেত্রে) ২টি করে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুন ।

খ) উপজেলা কৃষি কার্যালয়ের "Organogram" ছকের মাধ্যমে উপস্থাপন করুন ।

গ) একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আপনি স্থানীয় নেতা ও সাধারণ কৃষকের সাথে কিভাবে সমন্বয় করে কৃষি সম্প্রাসাগুণের কাজ করবেন লিখুন ।

৮. টিকা লিখুন:

ক) উদ্ভিদের অযৌন বশেবিস্তার

খ) আগাছা দমন

গ) জৈব বালাইনাশক

ঘ) মালচিং

Post a Comment

0 Comments