এলজিইডি সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

এলজিইডি
পদের নাম: সহকারী প্রকৌশলী
সময়: ১ ঘণ্টা
তারিখ: ২৫.০৮.২৫
পূর্ণমান: ১০০
এলজিইডি সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

১. Total Station এর মাধ্যমে কী মাপা যায়?
ক. শুধু Distance মাপা যায়
খ. শুধু Angle মাপা যায়
গ. শুধু Elevation মাপা যায়
ঘ. Distance, Angle ও Elevation মাপা যায়
সঠিক উত্তরঃ ঘ. Distance, Angle ও Elevation মাপা যায়


২. কোনো রাস্তার সবচেয়ে নিচের অংশের নাম কী?
ক. Pavement
খ. Base
গ. Subgrade
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ গ. Subgrade


৩. বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইংল্যান্ড
গ. সৌদি আরব
ঘ. ইরাক
সঠিক উত্তরঃ গ. সৌদি আরব


৪. Slub Strength নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ক. Concrete Cube Test
খ. Slump Test
গ. Rebound Hammer Test
ঘ. None
সঠিক উত্তরঃ খ. Slump Test


৫. In the context of time, 'AM' stands for-
ক. Anno Median
খ. Antonmus Maintenance
গ. Asset Management
ঘ. Ante Meridiem
সঠিক উত্তরঃ ঘ. Ante Meridiem


৬. বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রামরাম বসু
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. রাজা রামমোহন রায়
সঠিক উত্তরঃ খ. রামরাম বসু


৭. Slenderness Ratio প্রযোজ্য কোথায়?
ক. Beam
খ. Slub
গ. Footing
ঘ. Column ডিজাইনে
সঠিক উত্তরঃ ঘ. Column ডিজাইনে


৮. Concrete mixing এ Slump test এর মান ১৫০ মি.মি. হলে এটি কী নির্দেশ করে?
ক. খুব উচ্চ Workability
খ. উচ্চ Workability
গ. মাঝারি Workability
ঘ. খুব কম Workability
সঠিক উত্তরঃ ক. খুব উচ্চ Workability


৯. ‘লুৎফর রহমান রিটন' একজন—
ক. কবি
খ. ঔপন্যাসিক
গ. গীতিকার
ঘ. ছড়াকার
সঠিক উত্তরঃ ঘ. ছড়াকার


১০. 'Wisdom' শব্দের পারিভাষিক অর্থ হলো—
ক. জ্ঞান
খ. মেধা
গ. প্রজ্ঞা
ঘ. বুদ্ধি
সঠিক উত্তরঃ গ. প্রজ্ঞা


১১. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ?
ক. ৫ জুন
খ. ১০ ডিসেম্বর
গ. ৩ মে
ঘ. ৩১ জুলাই
সঠিক উত্তরঃ খ. ১০ ডিসেম্বর


১২. কোন বানানটি শুদ্ধ?
ক. সমিপবর্তিনি
খ. সমীপবর্তিনি
গ. সমীপবর্তীনী
ঘ. সমীপবর্তিনী
সঠিক উত্তরঃ ঘ. সমীপবর্তিনী


১৩. একটি ১০ মিটার Span এর Simply Supported Beam এ 10 KN পয়েন্ট লোড প্রয়োগ করা হলে সর্বাধিক Bending Moment কত?
ক. 10 KNm
খ. 50 KNm
গ. 25 KNm
ঘ. 20 KNm
সঠিক উত্তরঃ গ. 25 KNm


১৪. ‘ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮’ অনুযায়ী Building Permit এর মেয়াদ থাকে—
ক. ৩৬ মাস
খ. ২৪ মাস
গ. ৩০ মাস
ঘ. ৪০ মাস
সঠিক উত্তরঃ ক. ৩৬ মাস


১৫. ‘যার সব হারিয়েছে’ — ব্যাসবাক্যটি এক কথায় কী?
ক. হৃতসর্বস্ব
খ. অনুসুয়া
গ. উদ্বাস্তু
ঘ. সর্বহারা
সঠিক উত্তরঃ ঘ. সর্বহারা


১৬. বাংলাদেশের পোশাক শিল্পে অসমান্য অবদান রাখার জন্য সম্মানসূচক নাগরিকত্ব লাভকারীর নাম—
ক. কিহাক সাং, দক্ষিণ কোরিয়া
খ. রবার্ট হফম্যান, যুক্তরাষ্ট্র
গ. টমাস উইলিয়াম, যুক্তরাজ্য
ঘ. কিং ওয়াসাং, চীন
সঠিক উত্তরঃ ক. কিহাক সাং, দক্ষিণ কোরিয়া


১৭. Identify the appropriate prefix to get opposite meaning of the word 'moralize'-
ক. un
খ. de
গ. dis
ঘ. be
সঠিক উত্তরঃ গ. dis


১৮. কোনটি ণিজন্ত ধাতুর উদাহরণ?
ক. কর্ + আ = করা
খ. আদি + অন্ত = আদ্যন্ত
গ. জন + এক = জনৈক
ঘ. পরি + ঈক্ষা = পরীক্ষা
সঠিক উত্তরঃ ঘ. পরি + ঈক্ষা = পরীক্ষা


১৯. কোন Test এর মাধ্যমে Soil Strength নির্ধারণ করা হয়?
ক. ViCat Test
খ. Standard Penetration Test
গ. Slump Test
ঘ. Rebound Hammer Test
সঠিক উত্তরঃ খ. Standard Penetration Test


২০. আসিয়ানের সদস্য রাষ্ট্র নয়—
ক. মালয়েশিয়া
খ. শ্রীলঙ্কা
গ. ব্রুনাই
ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তরঃ খ. শ্রীলঙ্কা


২১. ‘পোর্ট অব প্রিন্স’ কোন দেশের রাজধানী?
ক. পেরু
খ. নাউরু
গ. জিবুতি
ঘ. হাইতি
সঠিক উত্তরঃ ঘ. হাইতি


২২. Concrete Compressive Cylinder এর ব্যাস সাধারণত কত?
ক. ৬”
খ. ৭”
গ. ৫”
ঘ. ৮”
সঠিক উত্তরঃ ক. ৬”


২৩. কাঠের দরজা, জানালা, আসবাবপত্রের জন্য সবচেয়ে ভালো—
ক. Hard Wood
খ. Sapwood
গ. উভয়ই
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ ক. Hard Wood


২৪. Allowable compressive stress in concrete is—
ক. fc = 0.45f'c
খ. fc = 0.30f'c
গ. fc = 0.25f'c
ঘ. fc = 0.60f'c
সঠিক উত্তরঃ ক. fc = 0.45f'c


২৫. Fine Aggregate এর সর্বোচ্চ আকার কত মি.মি.?
ক. ২.৩৬ মি.মি.
খ. ৩.৮ মি.মি.
গ. ৪.৭৫ মি.মি.
ঘ. ৫.১৫ মি.মি.
সঠিক উত্তরঃ গ. ৪.৭৫ মি.মি.


২৬. Timber Seasoning করার উদ্দেশ্য কী?
ক. ওজন বাড়ানো
খ. শক্তি কমানো
গ. আর্দ্রতা কমানো
ঘ. রং উন্নয়ন
সঠিক উত্তরঃ গ. আর্দ্রতা কমানো


২৭. পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তনকে কী বলে?
ক. অপিনিহিতি
খ. বিপ্রকর্ষ
গ. সাপ্রকর্ষ
ঘ. অভিশ্রুতি
সঠিক উত্তরঃ ঘ. অভিশ্রুতি


২৮. Concrete ঢালাইয়ে কোন আকৃতির পাথর ব্যবহার করা উচিত?
ক. Round
খ. Flat
গ. Angular
ঘ. Elongated
সঠিক উত্তরঃ গ. Angular


২৯. কলামের মাটি নিচের অংশের জন্য Reinforcement এর Clear Cover দিতে হয় কমপক্ষে—
ক. ½"
খ. ১"
গ. ১ ½"
ঘ. ২"
সঠিক উত্তরঃ ঘ. ২"


৩০. Shear Force Zero হলেও Bending Moment Zero হবে না Beam এর কোথায়?
ক. Subpost এ
খ. Fixed Beam এ
গ. Span এর মাঝখানে
ঘ. Beam এর শেষ প্রান্তে
সঠিক উত্তরঃ গ. Span এর মাঝখানে


৩১. Fill in the gap: "Neither of the boys ____ going to the meeting".
ক. are
খ. is
গ. were
ঘ. will
সঠিক উত্তরঃ খ. is


৩২. ‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ আমার কনিষ্ঠ আঙ্গুলে’ — উক্তিটি কার?
ক. শামসুর রহমান
খ. শহীদ কাদরী
গ. হেলাল হাফিজ
ঘ. মুহম্মদ সাদিক
সঠিক উত্তরঃ খ. শহীদ কাদরী


৩৩. What is the antonym of the word “Contaminate”?
ক. Sanctity
খ. Invigorate
গ. Taint
ঘ. Purity
সঠিক উত্তরঃ ঘ. Purity


৩৪. আরব বসন্ত আন্দোলন কোন দেশ থেকে শুরু হয়েছিল?
ক. মিশর
খ. তিউনিশিয়া
গ. লিবিয়া
ঘ. সিরিয়া
সঠিক উত্তরঃ খ. তিউনিশিয়া


৩৫. Cantilever Beam এ Main Reinforcement place করা হয়—
ক. Beam এর Top এ
খ. Beam এর Middle এ
গ. Beam এর Bottom এ
ঘ. Beam এর Top এবং Bottom উভয়েই
সঠিক উত্তরঃ ক. Beam এর Top এ


৩৬. নিচের কোনটি Building Material?
ক. Gypsum
খ. Cement
গ. Diesel
ঘ. Asbestos
সঠিক উত্তরঃ খ. Cement


৩৭. ‘দুই বিঘা জমি’ কার রচনা?
ক. শামসুর রহমান
খ. আল মাহমুদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তরঃ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর


৩৮. Over Reinforced Beam এর Failure হয় কোনভাবে?
ক. Suddenly
খ. Slowly
গ. Elasticভাবে
ঘ. Torsion এ
সঠিক উত্তরঃ খ. Slowly


৩৯. Choose the right word: Profession development requires _____ planning.
ক. random
খ. self-centred
গ. thoughtful
ঘ. inconsiderate
সঠিক উত্তরঃ গ. thoughtful


৪০. ‘উৎকর্ষতা’ শব্দটি কী কারণে অশুদ্ধ?
ক. সন্ধিজনিত
খ. প্রতয়জনিত
গ. উপসর্গজনিত
ঘ. বিভক্তিজনিত
সঠিক উত্তরঃ খ. প্রতয়জনিত


৪১. একটি ১০ মিটার Span এর Simply Supported Beam এর উপর সম্পূর্ণ 10 KN Uniformly Distributed Load প্রয়োগ করা হয়েছে, সর্বাধিক Bending Moment কত?
ক. 105 KNm
খ. 115 KNm
গ. 125 KNm
ঘ. 135 KNm
সঠিক উত্তরঃ গ. 125 KNm


৪২. EIA বলতে কী বোঝায়?
ক. Elongated Impact Assessment
খ. Environmental Impact Assessment
গ. Economic Impact Assessment
ঘ. Engineering Impact Assessment
সঠিক উত্তরঃ খ. Environmental Impact Assessment


৪৩. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ — বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্তায় সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
সঠিক উত্তরঃ খ. কর্মে সপ্তমী


৪৪. OIC-এর প্রধান কার্যালয় কোথায়?
ক. তেহরান
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. রিয়াদ
সঠিক উত্তরঃ খ. জেদ্দা


৪৫. কোন দেশের সংবিধানকে ‘শান্তির সংবিধান’ বলা হয়?
ক. সুইজারল্যান্ড
খ. ভুটান
গ. কোস্টারিকা
ঘ. জাপান
সঠিক উত্তরঃ ঘ. জাপান


৪৬. ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদান করে কোন কর্তৃপক্ষ?
ক. LGED
খ. PWD
গ. Civil Aviation Authority
ঘ. RAJUK
সঠিক উত্তরঃ গ. Civil Aviation Authority


৪৭. Identify the word which is not correctly spelt:
ক. Adolescence
খ. Massacre
গ. Curiculum
ঘ. Millionaire
সঠিক উত্তরঃ গ. Curiculum


৪৮. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি?
ক. ১৮টি
খ. ১৯টি
গ. ২০টি
ঘ. ২১টি
সঠিক উত্তরঃ ঘ. ২১টি


৪৯. ফেয়ার ফ্যাক্স কী?
ক. সংবাদ সংস্থা
খ. পরিবেশবাদী সংস্থা
গ. গোয়েন্দা সংস্থা
ঘ. মানবাধিকার সংস্থা
সঠিক উত্তরঃ ক. সংবাদ সংস্থা


৫০. ১০০ lb সিমেন্টের সাথে ৩০ lb পানি মিশালে Water / Cement Ratio হবে—
ক. ০.৩০
খ. ১.৩০
গ. ৩.৩৩
ঘ. ৩.৩৩
সঠিক উত্তরঃ ক. ০.৩০


৫১. বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয় কবে?
ক. ১৬ ডিসেম্বর ২০২২
খ. ২৬ মার্চ ২০২৩
গ. ২১ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ১ জানুয়ারি ২০২৩
সঠিক উত্তরঃ ক. ১৬ ডিসেম্বর ২০২২


৫২. Cement এর প্রধান উপাদান কোনটি?
ক. Lime (CaO)
খ. Silica (SiO₂)
গ. Alumina (Al₂O₃)
ঘ. Iron oxide (Fe₂O₃)
সঠিক উত্তরঃ ক. Lime (CaO)


৫৩. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ক. বর্ণপরিচয়
খ. ব্যাকরণমালা
গ. গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
ঘ. বাংলা ব্যাকরণ
সঠিক উত্তরঃ গ. গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ


৫৪. Beam এর উপরের অংশে Compression এবং নিচের অংশে Tension থাকে — এটা কোন Beam-এর বৈশিষ্ট্য?
ক. Cantilever Beam
খ. Simply Supported Beam
গ. Continuous Beam
ঘ. Fixed Beam
সঠিক উত্তরঃ খ. Simply Supported Beam


৫৫. বাংলাদেশে মোট কয়টি বিভাগ আছে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
সঠিক উত্তরঃ গ. ৮টি


৫৬. The synonym of the word “benevolent” is —
ক. malevolent
খ. kind
গ. greedy
ঘ. harmful
সঠিক উত্তরঃ খ. kind


৫৭. ‘আলালের ঘরের দুলাল’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. কাব্য
সঠিক উত্তরঃ ক. উপন্যাস


৫৮. Water Treatment Plant-এ Coagulation এর জন্য সাধারণত কোন পদার্থ ব্যবহৃত হয়?
ক. Bleaching powder
খ. Alum (Al₂(SO₄)₃)
গ. Soda ash
ঘ. Lime
সঠিক উত্তরঃ খ. Alum (Al₂(SO₄)₃)


৫৯. “বাংলার মুখ আমি দেখিয়াছি” — কার কবিতা?
ক. জীবনানন্দ দাশ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তরঃ ক. জীবনানন্দ দাশ


৬০. RCC Beam এ Reinforcement এর প্রধান উদ্দেশ্য কী?
ক. Shrinkage রোধ করা
খ. Tension বহন করা
গ. Compression বাড়ানো
ঘ. Slump উন্নত করা
সঠিক উত্তরঃ খ. Tension বহন করা


৬১. বাংলাদেশে প্রথম মহিলা প্রকৌশলী কে?
ক. সেলিনা পারভীন
খ. সিতারা পারভীন
গ. ফারজানা চৌধুরী
ঘ. সৈয়দা ইজমা হক
সঠিক উত্তরঃ ঘ. সৈয়দা ইজমা হক


৬২. Earthwork Measurement সাধারণত কোন এককে প্রকাশ করা হয়?
ক. ঘনফুট (Cft)
খ. ঘনমিটার (Cum)
গ. স্কয়ারফুট (Sft)
ঘ. কিলোগ্রাম (Kg)
সঠিক উত্তরঃ খ. ঘনমিটার (Cum)


৬৩. Choose the correct spelling:
ক. Occassion
খ. Occasion
গ. Ocassion
ঘ. Occation
সঠিক উত্তরঃ খ. Occasion


৬৪. ‘চাষা’ শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে?
ক. চাষ্
খ. চা
গ. চষ্
ঘ. চাস
সঠিক উত্তরঃ গ. চষ্


৬৫. Reinforcement concrete এর Modulus of Elasticity সাধারণত কত?
ক. 2 × 10⁴ MPa
খ. 5 × 10⁴ MPa
গ. 2 × 10⁵ MPa
ঘ. 5 × 10⁵ MPa
সঠিক উত্তরঃ গ. 2 × 10⁵ MPa


৬৬. 'মানবতা' শব্দটি কোন ধরনের?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশজ
ঘ. বিদেশি
সঠিক উত্তরঃ ক. তৎসম


৬৭. The passive form of “He helps me” is —
ক. I helped by him
খ. I was helped by him
গ. I am helped by him
ঘ. I will be helped by him
সঠিক উত্তরঃ গ. I am helped by him


৬৮. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
ক. আম
খ. গাছগাছালি
গ. বটগাছ
ঘ. তালগাছ
সঠিক উত্তরঃ গ. বটগাছ


৬৯. Soil এর Plastic Limit মানে কী?
ক. সর্বনিম্ন আর্দ্রতা যেখানে মাটি ভেঙে যায়
খ. সর্বোচ্চ আর্দ্রতা যেখানে মাটি আকার পরিবর্তন করে
গ. পানি মেশালে মাটি প্লাস্টিক আকার ধারণ করে এমন অবস্থা
ঘ. শুকিয়ে গেলে মাটি শক্ত হয় এমন অবস্থা
সঠিক উত্তরঃ গ. পানি মেশালে মাটি প্লাস্টিক আকার ধারণ করে এমন অবস্থা


৭০. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭১
খ. ৪ নভেম্বর ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ. ২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তরঃ গ. ১৬ ডিসেম্বর ১৯৭২


৭১. ‘Go’ শব্দের Past Participle কী?
ক. Goes
খ. Going
গ. Went
ঘ. Gone
সঠিক উত্তরঃ ঘ. Gone


৭২. RCC-এর পূর্ণরূপ কী?
ক. Reinforced Cement Concrete
খ. Rapid Concrete Construction
গ. Reused Cement Compound
ঘ. Reinforced Chemical Concrete
সঠিক উত্তরঃ ক. Reinforced Cement Concrete


৭৩. “দেখা” শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দর্শন
খ. দেখাশোনা
গ. দৃশ্য
ঘ. দৃশ্যমান
সঠিক উত্তরঃ ক. দর্শন


৭৪. কোন Cement সবচেয়ে দ্রুত সেট হয়?
ক. Ordinary Portland Cement
খ. Rapid Hardening Cement
গ. Portland Pozzolana Cement
ঘ. Slag Cement
সঠিক উত্তরঃ খ. Rapid Hardening Cement


৭৫. বাংলাদেশের মোট কতটি উপজেলা আছে (২০২5 সালের হিসাব অনুযায়ী)?
ক. ৪৯২টি
খ. ৪৯৩টি
গ. ৪৯৫টি
ঘ. ৪৯৭টি
সঠিক উত্তরঃ ঘ. ৪৯৭টি


৭৬. Beam-এর Depth বৃদ্ধি করলে তার Deflection কী হবে?

ক. কমবে
খ. বাড়বে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. প্রথমে বাড়বে পরে কমবে
সঠিক উত্তরঃ ক. কমবে


৭৭. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
ক. শাপলা
খ. গোলাপ
গ. বেলী
ঘ. টগর
সঠিক উত্তরঃ ক. শাপলা


৭৮. The opposite of “honest” is —
ক. humble
খ. dishonest
গ. lazy
ঘ. selfish
সঠিক উত্তরঃ খ. dishonest


৭৯. কোন Cement Water Proofing এর জন্য ব্যবহার করা হয়?
ক. Slag Cement
খ. Hydrophobic Cement
গ. Quick Setting Cement
ঘ. White Cement
সঠিক উত্তরঃ খ. Hydrophobic Cement


৮০. ‘অতিথি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আগন্তুক
খ. অতিথেয়
গ. আগ্রহী
ঘ. অতিথিশালা
সঠিক উত্তরঃ ক. আগন্তুক


৮১. Slump Test এর মাধ্যমে কোন গুণ যাচাই করা হয়?
ক. Strength
খ. Durability
গ. Workability
ঘ. Stability
সঠিক উত্তরঃ গ. Workability


৮২. বাংলাদেশের প্রথম রাজধানী ছিল—
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. সোনারগাঁও
ঘ. ময়মনসিংহ
সঠিক উত্তরঃ গ. সোনারগাঁও


৮৩. RCC Beam-এ Shear Reinforcement হিসেবে কী ব্যবহৃত হয়?
ক. Main Bar
খ. Stirrups
গ. Binding Wire
ঘ. Cover Block
সঠিক উত্তরঃ খ. Stirrups


৮৪. The synonym of “Brief” is —
ক. Short
খ. Long
গ. Clear
ঘ. Large
সঠিক উত্তরঃ ক. Short


৮৫. 'বাংলা একাডেমি' প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৭ সালে
সঠিক উত্তরঃ গ. ১৯৫৬ সালে


৮৬. Foundation Design-এ Bearing Capacity কিসের উপর নির্ভর করে?
ক. Soil Type
খ. Concrete Strength
গ. Reinforcement Ratio
ঘ. Cement Type
সঠিক উত্তরঃ ক. Soil Type


৮৭. 'অন্নপূর্ণা' কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তরঃ খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


৮৮. RCC Slab-এর ন্যূনতম পুরুত্ব কত হওয়া উচিত?
ক. ৭৫ মি.মি.
খ. ৮০ মি.মি.
গ. ১০০ মি.মি.
ঘ. ১২৫ মি.মি.
সঠিক উত্তরঃ গ. ১০০ মি.মি.


৮৯. The plural of “Crisis” is —
ক. Crises
খ. Crisis
গ. Crysis
ঘ. Crisises
সঠিক উত্তরঃ ক. Crises


৯০. বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
সঠিক উত্তরঃ খ. ১৯৭২ সালে


৯১. RCC এর Dead Load কিসের উপর নির্ভর করে?
ক. Structure এর Height
খ. Material এর Weight
গ. Wind Speed
ঘ. Soil Condition
সঠিক উত্তরঃ খ. Material এর Weight


৯২. 'পদ্মা নদীর মাঝি' কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
সঠিক উত্তরঃ গ. উপন্যাস


৯৩. Cement-এর Initial Setting Time কমপক্ষে কত মিনিট হওয়া উচিত?
ক. ১৫ মিনিট
খ. ৩০ মিনিট
গ. ৪৫ মিনিট
ঘ. ৬০ মিনিট
সঠিক উত্তরঃ খ. ৩০ মিনিট


৯৪. Choose the correct sentence:
ক. He do his work sincerely.
খ. He does his work sincerely.
গ. He did his work sincerely.
ঘ. He done his work sincerely.
সঠিক উত্তরঃ খ. He does his work sincerely.


৯৫. 'লালন ফকির' জন্মগ্রহণ করেন কোথায়?
ক. কুষ্টিয়া
খ. ময়মনসিংহ
গ. সিরাজগঞ্জ
ঘ. যশোর
সঠিক উত্তরঃ ক. কুষ্টিয়া


৯৬. Bitumen এর Specific Gravity প্রায় কত?
ক. ০.৯
খ. ১.০
গ. ১.১
ঘ. ১.২
সঠিক উত্তরঃ গ. ১.১


৯৭. The antonym of “Victory” is —
ক. Winner
খ. Champion
গ. Defeat
ঘ. Lose
সঠিক উত্তরঃ গ. Defeat


৯৮. বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে (সংশোধনসহ)?
ক. ১৫০টি
খ. ১৫৩টি
গ. ১৫৫টি
ঘ. ১৫৭টি
সঠিক উত্তরঃ ঘ. ১৫৭টি


৯৯. Concrete-এর জন্য সাধারণত Water-Cement Ratio কত রাখা হয়?
ক. ০.২৫–০.৩০
খ. ০.৪৫–০.৫০
গ. ০.৬০–০.৭৫
ঘ. ০.৮০–০.৯০
সঠিক উত্তরঃ খ. ০.৪৫–০.৫০


১০০. বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. ভারতী
খ. সঞ্চয়িতা
গ. সাধনা
ঘ. বঙ্গদর্শন
সঠিক উত্তরঃ গ. সাধনা


Post a Comment

0 Comments