In which sentence 'like' is used as a preposition?

প্রশ্নঃ In which sentence 'like' is used as a preposition? 
ক) He likes to eat fish
খ) He laughs like his father does
গ) He climbed the tree like a cat
ঘ) Like minded people are necessary to start a business 

সঠিক উত্তরঃ গ) He climbed the tree like a cat

উল্লিখিত অপশনগুলোর মধ্যে - He climbed the tree like a cat. এই বাক্যে like preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। [মূল প্রশ্ন climbed বানান ভুল দেয়া ছিল]

 Preposition হিসেবে like: (মত, রকম)

in the manner of, similarly to or having the characteristics of, similar to ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে like preposition হিসাবে ব্যবহৃত হয়।

সে একটি বিড়ালের মতো গাছে উঠেছিল এই অর্থে like এখানে preposition.

তাছাড়াও, Like এখানে a cat- noun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য word এর সাথে nounটির সম্পর্ক স্থাপন করেছে অর্থাৎ preposition এর কাজ করেছে।

 অন্য অপশনগুলোর মধ্যে -
ক) He likes to eat fish.
এই বাক্যে Like হচ্ছে Verb.
করা অর্থে like এখানে সে মাছ খেতে পছন্দ করে অর্থাৎ পছন্দ করা verb.

খ) He laughs like his father does.
Here, "like" is used as a conjunction.
in the same way that; as like conjunction হিসাবে ব্যবহৃত হয়।

এখানেও like ‘মত'এর ন্যায় অর্থ দিচ্ছে বলে মনে হয়, কিন্তু এখানে যেহেতু like এর পরের অংশ একটি Clause এবং like পরের Clause কে পূর্বের Clause এর সাথে সংযুক্ত করছে, তাই এটা এখানে Conjunction.

ঘ) Like-minded people are necessary to start a business. - Here, "like" is used as an adjective within the compound adjective "like-minded". Here like means ' similar'.

তাই এটিকে preposition বলা যাবে না। 
Source: Oxford Learner's Dictionary. 

Post a Comment

0 Comments