🟩 বাংলা (MCQ অংশ)
🟩 General English
General Knowledge (সাধারণ জ্ঞান)
12. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীন ছিল (The sector under which the Bangladesh Navy was during the Liberation War of 1971):
A. ৮ (8)
B. ৯ (9)
✅ C. ১০ (10)
D. ১১ (11)
13. জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে চিত্রকর্মের নাম (The name of the artwork painted on Abu Sayed, a martyr of July uprising):
✅ A. উন্নত মমশিরা (Unnata Mamashira)
B. অকুতভয় (Akutabhaya)
C. বিদ্রোহী (Bidrohi)
D. দুরন্ত (Duranta)
14. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে?
(Through which amendment to the Constitution of Bangladesh has the system of Caretaker Government been abolished?)
A. ত্রয়োদশ সংশোধনী (Thirteenth Amendment)
B. চতুর্দশ সংশোধনী (Fourteenth Amendment)
✅ C. পঞ্চদশ সংশোধনী (Fifteenth Amendment)
D. ষোড়শ সংশোধনী (Sixteenth Amendment)
15. যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক দলটি ‘Grand Old Party (GOP)’ নামে পরিচিত?
A. গ্রীন পার্টি (Green Party)
✅ B. রিপাবলিকান পার্টি (Republican Party)
C. ডেমোক্র্যাট পার্টি (Democrat Party)
D. কনস্টিটিউশন পার্টি (Constitution Party)
16. নিচের কোনটি “Three Zero Theory”-এর অন্তর্ভুক্ত নয়?
(Which of the following is not included in the Three Zero Theory?)
A. শূন্য দারিদ্র্য (Zero Poverty)
B. শূন্য বেকারত্ব (Zero Unemployment)
C. শূন্য নেট কার্বন নিঃসরণ (Zero Net Carbon Emission)
✅ D. শূন্য ক্ষুধা (Zero Hunger)
17. কোন দেশ “One Belt, One Road Initiative” গ্রহণ করেছে?
(Which country has adopted ‘One Belt One Road Initiative’?)
A. ভারত (India)
✅ B. চীন (China)
C. মিয়ানমার (Myanmar)
D. রাশিয়া (Russia)
18. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদ কর্তৃক অভিশংসিত হয়েছেন?
(The President of which country was recently impeached by the parliament?)
A. জাপান (Japan)
✅ B. দক্ষিণ কোরিয়া (South Korea)
C. কম্বোডিয়া (Cambodia)
D. মালদ্বীপ (Maldives)
19. বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি (The 25th Chief Justice of Bangladesh):
A. ওবায়দুল হাসান (Obaidul Hassan)
B. হাসান ফয়েজ সিদ্দিকী (Hasan Foez Siddique)
C. সৈয়দ মাহমুদ হোসেন (Syed Mahmud Hossain)
✅ D. সৈয়দ রিফাত আহমেদ (Syed Refaat Ahmed)
20. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
(Where is the United Nations University located?)
A. কলকাতা (Kolkata)
B. নিউইয়র্ক (New York)
✅ C. টোকিও (Tokyo)
D. জেনেভা (Geneva)
21. কোন দেশের যোগদানের পর BRIC এর নাম হয় BRICS?
(After joining of which country BRIC was renamed BRICS?)
A. সৌদি আরব (Saudi Arabia)
B. সুইডেন (Sweden)
C. সিঙ্গাপুর (Singapore)
✅ D. দক্ষিণ আফ্রিকা (South Africa)
22. ২০২৩ সালে ধ্বংসপ্রাপ্ত ‘টাইটান’ ছিল একটি —
(The Titan destroyed in 2023 was a/an):
A. উড়োজাহাজ (Aircraft)
B. জাহাজ (Ship)
C. মহাকাশযান (Spaceship)
✅ D. সাবমারসিবল (Submersible)
23. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্যের সংখ্যা কত?
(How many female members are there in the Advisory Council of the current Interim Government of Bangladesh?)
A. ২ (2)
B. ৩ (3)
✅ C. ৪ (4)
D. ৫ (5)
24. অলিম্পিক পতাকায় পাঁচটি বৃত্ত কী নির্দেশ করে?
(Five rings in the Olympic flag represent):
A. দেশ (Country)
✅ B. মহাদেশ (Continent)
C. মহাসাগর (Ocean)
D. পাঁচ শহর (Five Cities)
25. “Global Village”-এর ধারণার প্রবর্তক কে?
(The proponent of the concept of Global Village):
✅ A. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan)
B. রবার্ট কিংসলি (Robert Kingsly)
C. হেনরি ম্যাকলেনান (Henry McLennan)
D. ডব্লিউ. জি. পেরি (W. G. Perry)**
26. হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম কী?
(Name of the operation against Israel by Hamas):
✅ A. অপারেশন আল-আকসা ফ্লাড (Operation Al Aqsa Flood)
B. অপারেশন আয়রন সোর্ড (Operation Iron Sword)
C. অপারেশন রেড ডাউন (Operation Red Down)
D. অপারেশন রথ অফ গড (Operation Wrath of God)**
27. সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম — (Name of the rebel organization which led to the overthrow of President Bashar Al Asad of Syria)
A. হায়াত তাহরির আল-শাম (Hay’at Tahrir al-Sham)
B. ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (Islamic State of Iraq and Syria)
C. ইখওয়ানুল মুসলিমিন ফি সিরিয়া (Ikhwan al-Muslimin fi Surya)
D. তাহরির হায়াত-আল-শাম (Tahrir Hay’at al-Sham)
28. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ — (The country which has not supported Russia in the Russo-Ukraine War)
A. বেলারুস (Belarus)
B. চীন (China)
C. দক্ষিণ কোরিয়া (South Korea)
D. হাঙ্গেরি (Hungary)
29. ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে — (Who inaugurated the first flyover of Dhaka city?)
A. জিয়াউর রহমান (Ziaur Rahman)
B. হুসেইন মুহাম্মদ এরশাদ (Hussain Muhammad Ershad)
C. বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)
D. বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ (Justice Shahabuddin Ahmed)
30. মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন কে — (Who was the first female prime minister of the Muslim World?)
A. বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)
B. বেনজির ভুট্টো (Benazir Bhutto)
C. মেগাওয়াতি শুকর্ণোপুত্রী (Megawati Shukarnoputri)
D. শিরিন এবাদি (Shirin Ebadi)
লিখিত অংশ
বাংলা অংশ
1. অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: 2 x ৫ = ১০
যখন আমরা রাজকন্যা, রাজবধূরূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু-গৃহে থাকি। আবার যখন ঐ প্রাসাদতুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, - সোপান অতিক্রম করিয়া অবতরণ কালে আমাদের মাথা ভাগে, হাত পা ভাঙ্গে রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়া আশ্রয় লই, - তখনও অভিভাবকদের বাটীতে থাকি!!
অথবা গৃহস্থের বৌ-ঝি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি; আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটীতে দুষ্টুলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, - সব জিনিসপত্রসহ ঘরগুলি দাউদাউ করিয়া জ্বলিতে থাকে - আমরা একবসনে প্রাণটি হাতে করিয়া কোনোমতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুলগাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, – তখনও অভিভাবকের বাটীতে থাকি!!!
ক. 'প্রভু-গৃহ' বলতে কী বোঝানো হয়েছে? দুর্যোগ-দুর্ঘটনায়ও নারী প্রভু-গৃহে থাকতে বাধ্য হয় কেন?
উত্তরঃ 'প্রভু-গৃহ' বলতে এখানে স্বামীর গৃহ বা শ্বশুরবাড়িকেই বোঝানো হয়েছে। সমাজব্যবস্থায় বিবাহিত নারীকে স্বামীর গৃহই তার চূড়ান্ত আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। তাই সুখে প্রাসাদে রাজকন্যার মতো থাকুক বা দুর্যোগ-দুর্ঘটনায় গৃহহীন হয়ে পড়ুক— সব অবস্থাতেই সে সেই ‘প্রভু-গৃহ’ বা স্বামীর সংসারের অংশ হিসেবেই বিবেচিত হয় এবং সেখানেই থাকতে বাধ্য হয়।
খ. 'লঙ্কাকাণ্ডে'র কথা কোন কাহিনিতে পাওয়া যায়? কীভাবে এই লঙ্কাকাণ্ড সংঘটিত হয়?
উত্তরঃ ‘লঙ্কাকাণ্ড’ শব্দটি রামায়ণ কাব্য থেকে নেওয়া হয়েছে। রামায়ণের কাহিনিতে হনুমান যখন সীতাকে খুঁজতে লঙ্কায় যান, তখন রাক্ষস রাজ রাবণের সৈন্যরা তাকে বন্দি করে আগুন জ্বালানো লেজসহ শহরে ঘোরায়। হনুমান সেই আগুনে লঙ্কার সর্বত্র আগুন লাগিয়ে দেন। এর ফলে লঙ্কানগরী জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই ‘লঙ্কাকাণ্ড’ শব্দটি দিয়ে অগ্নিকাণ্ড বা তাণ্ডব ধ্বংসযজ্ঞ বোঝানো হয়েছে।
গ. 'উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে।'- ব্যাখ্যা কর এবং অনুচ্ছেদ থেকে উপসর্গযোগে গঠিত দুটি শব্দ লেখ।
উত্তরঃ উপসর্গ শব্দের আগে বসে শব্দের অর্থকে নতুন করে তোলে বা অর্থে সূক্ষ্ম পরিবর্তন আনে। কিন্তু উপসর্গ নিজে আলাদা করে কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না, কেবল মূল শব্দের অর্থকে দ্যোতিত (ইঙ্গিতপূর্ণ) করে তোলে। তাই বলা হয়, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে।
📌 অনুচ্ছেদ থেকে উপসর্গযুক্ত দুটি শব্দ:
অভিভাবক (অভি + ভাবক)
অতিক্রম (অতি + ক্রম)
ঘ. শব্দার্থ লেখ: সোপান, কলেবর, অমানিশীথ, বসন ।
সোপান – সিঁড়ি বা ধাপ।
কলেবর – দেহ বা শরীর।
অমানিশীথ – গভীর রাত্রি, অন্ধকার রাত।
বসন – পোশাক বা কাপড়।
ঙ. 'গৃহ' শব্দের চারটি প্রতিশব্দ লেখ।
বাড়ি
নিবাস
গৃহালয়
বাসস্থান
2. সারমর্ম লেখ:
আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না:
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ -
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস:
আমি একটা দেশলাইয়ের কাঠি।
আমাদের কী অসীম শক্তি
তা তো অনুভব করেছ বারংবার;
তবু কেন বোঝো না,
আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,
আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব
শহরে, গঞ্জে, গ্রামে- দিগন্ত থেকে দিগন্তে।
উত্তরঃ দেশলাইয়ের কাঠির মতো ছোট ও তুচ্ছ জিনিসও নিজের মধ্যে বিরাট শক্তি ও জ্বালাময় সম্ভাবনা ধারণ করে। তা নিঃশব্দে থাকলেও একসময় সে বেরিয়ে এসে চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার শক্তি দিয়ে পরিবর্তনের বার্তা ছড়ায়। ছোট হলেও অবহেলা না করে তার অন্তর্নিহিত শক্তিকে বোঝা উচিত।
3. বাংলায় অনুবাদ কর:
Late in the afternoon, people pour into the streets of Dhaka; their mood is jubilant. Some are with their families; some are with friends. They keep on beating drums, chanting slogans and booing the dictator. It's the victory of the students, the victory of the people! After a long time, people are delighted to get rid of the fascist regime.
উত্তরঃ বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তায় মানুষের ঢল নামে; তাদের মুখে আনন্দের উচ্ছ্বাস। কেউ এসেছে পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুদের সঙ্গে। তারা ঢাক বাজাতে বাজাতে স্লোগান দিচ্ছে, একনায়কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটি ছাত্রদের বিজয়, এটি জনগণের বিজয়! দীর্ঘ সময় পর মানুষ স্বস্তি ও আনন্দে উল্লসিত হয়েছে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে।
General English
4. Write a paragraph on 'How education can enlighten one's life'. 10
How Education Can Enlighten One’s Life
Education is the key to a bright and successful life. It helps us gain knowledge about the world around us and understand right from wrong. An educated person can think wisely and make better decisions in life. Education removes the darkness of ignorance and shows us the path to truth. It develops our character and teaches us good values like honesty, discipline, and respect. With proper education, we can build confidence and express our thoughts clearly. It also opens doors to better job opportunities and financial stability. Education makes us independent and capable of solving problems on our own. It encourages creativity and helps us discover our talents and interests. An educated person can contribute positively to society and help others. It also promotes peace and harmony by teaching us to respect different cultures and opinions. Education empowers people to fight against injustice and bring positive changes. It shapes our personality and prepares us to face life’s challenges. Without education, life becomes limited and full of struggles. Therefore, education is not just a tool for success but a light that guides us towards a meaningful and fulfilling life.
5. Explain the proverb - 'Don't judge a book by its cover'. 5
The proverb "Don't judge a book by its cover" means we should not decide what something or someone is like just by how it looks. A book may have a simple cover but a very interesting story inside. In the same way, a person may look ordinary but be very kind and smart. We should always try to know the real truth before we make any judgment.
6. Write five meaningful sentences with the following words/phrases 1 x 5 = 5
a) on the eve of
b) violation
c) fervently
d) consequence
e) appreciate
a) On the eve of the holiday, we decorated our house. ছুটির পূর্বসন্ধ্যায় আমরা আমাদের বাড়ি সাজিয়েছিলাম।
b) Hitting someone is a violation of school rules. কাউকে মারা স্কুলের নিয়মের লঙ্ঘন।
c) She prayed fervently for her mother’s health. সে তার মায়ের সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করল।
d) He faced a bad consequence for lying. মিথ্যা বলার জন্য সে খারাপ পরিণতি ভোগ করল।
e) We appreciate our teacher’s hard work. আমরা আমাদের শিক্ষকের কঠোর পরিশ্রমের প্রশংসা করি।
0 Comments