বাংলা
1. ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’ – কোন ধরনের বাক্য?
A. সরল
B. যৌগিক
C. জটিল
D. অতি সরল
সঠিক উত্তরঃ A. সরল
2. ‘মিছিল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A. ফারসি
B. পর্তুগিজ
C. আরবি
D. তুর্কি
সঠিক উত্তরঃ C. আরবি
3. ‘গণঅভ্যুত্থান’ শব্দটি কীভাবে গঠিত?
A. সন্ধি
B. প্রত্যয়
C. উপসর্গ
D. সমাস
সঠিক উত্তরঃ D. সমাস
4. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?
A. নির্দোষী
B. দৈন্যতা
C. শুধুমাত্র
D. উদ্বেল
সঠিক উত্তরঃ D. উদ্বেল
5. ‘বৈষম্যবিরোধী’ কোন সমাস দ্বারা গঠিত?
A. দ্বিতীয়া তৎপুরুষ
B. তৃতীয়া তৎপুরুষ
C. চতুর্থী তৎপুরুষ
D. ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তরঃ B. তৃতীয়া তৎপুরুষ
6. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ - এর এক কথায় প্রকাশ:
A. নবোঢ়া
B. অনূঢ়া
C. অবীরা
D. কুমারী
সঠিক উত্তরঃ C. অবীরা
7. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
A. বিধ্বস্ত
B. উদ্বেগ
C. স্বত্ব
D. দ্বন্দ্ব
সঠিক উত্তরঃ C. স্বত্ব
8. কোন শব্দটি শুদ্ধ?
A. অদ্যাবধি
B. অনুমান নির্ভর
C. অন্তর্ভূক্ত
D. আকাঙ্খা
সঠিক উত্তরঃ A. অদ্যাবধি
9. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে:
A. প্রত্যুদ্গমন
B. আবাহন
C. সম্ভাষণ
D. প্রত্যুৎগমন
সঠিক উত্তরঃ A. প্রত্যুদ্গমন
10. কোনটি মৌলিক শব্দ?
A. চাঁদ
B. বন্ধুত্ব
C. প্রশাসন
D. দায়িত্ব
সঠিক উত্তরঃ A. চাঁদ
11. ‘বুদ্ধিমান’ এর বিশেষ্য পদ কি?
A. বুদ্ধি
B. বুদ্ধিত্ব
C. বুদ্ধিমত্তা
D. বৃদ্ধি
সঠিক উত্তরঃ C. বুদ্ধিমত্তা
12. 'সোনার তরী' কবিতায় ‘নৌকার মাঝি’ কিসের প্রতীক?
A. সৃষ্টিকর্মের
B. কবির নিজের
C. অনন্ত কালস্রোতের
D. মহাকালের
সঠিক উত্তরঃ C. অনন্ত কালস্রোতেরGeneral English
13. What ----------- to get a new driving licence?
A. have I to do
B. do I have to do
C. I must do
D. I have to
ব্যাখ্যা: ইংরেজিতে প্রশ্নবোধক বাক্যে করণীয় জিজ্ঞাসা করতে "do I have to" ব্যবহার করা হয়।
সঠিক উত্তরঃ B. do I have to do
14. I'd better go now. I promised --------- late.
A. not being
B. Not to being
C. to not be
D. I wouldn't be
ব্যাখ্যা: "I promised not to be late." — সঠিক কাঠামো: "promised + (not) to + verb" তাই সঠিক বিকল্প হচ্ছে C। (পূর্বে ভুলভাবে অন্যটি দেওয়া হয়েছিল; এখানে সঠিক সংস্কার করা হলো)
সঠিক উত্তরঃ C. to not be
15. Sally has been working here ----------
A. since six months
B. for six months
C. six months ago
D. six months before time
ব্যাখ্যা: দৈর্ঘ্য/সময়কাল প্রকাশ করতে "for six months" বলে। "since" নির্দিষ্ট শুরুবিন্দু নির্দেশ করে (like since January).
সঠিক উত্তরঃ B. for six months
16. She has lost her passport again. This is the second time this --------
A. has happened
B. happens
C. happened
D. is happening
ব্যাখ্যা: "This is the second time + present perfect" গঠন: "This is the second time this has happened."
সঠিক উত্তরঃ A. has happened
17. The professor set some project work ----- the end of the semester.
A. about
B. at
C. of
D. in
ব্যাখ্যা: নির্দিষ্ট সময়সূচীর শেষের দিকে নির্দেশ করতে "at the end of the semester" ব্যবহার করা হয়।
সঠিক উত্তরঃ B. at
18. What the wise do in the beginning, fools do ____________ the end.
A. by
B. at
C. in
D. towards
ব্যাখ্যা: প্রচলিত প্রবাদ: "What the wise do in the beginning, fools do at the end." তাই "at" সঠিক।
সঠিক উত্তরঃ B. at
19. Maliha is good ______________ tennis.
A. about
B. at
C. in
D. of
ব্যাখ্যা: কোন ক্রীড়ায় দক্ষতা বলার সময় "good at" ব্যবহার হয়।
সঠিক উত্তরঃ B. at
20. Stop doing wrong things lest you are caught.
A. would be caught
B. will be caught
C. might be caught
D. may be caught
ব্যাখ্যা: "lest" এর সাথে সাধারণত subjunctive বা সম্ভাব্যতা প্রকাশ করে "might" বা "should" আসে। "lest you might be caught" — এখানে সংক্ষিপ্ত সঠিক বিকল্প C (might be caught)।
সঠিক উত্তরঃ C. might be caught
21. The performance of our players was rather worst that I had expected.
A. bad as I had expected
B. worse than expectation
C. worse than I had expected
D. worse than was expected
ব্যাখ্যা: তুলনা প্রদানের সঠিক রূপ: "worse than I had expected." (sentence-correct)
সঠিক উত্তরঃ C. worse than I had expected
22. The correct spelling is:
A. propoganda
B. propagranda
C. propaganda
D. popaganda
ব্যাখ্যা: সঠিক বানান — "propaganda"।
সঠিক উত্তরঃ C. propaganda
23. Which one of the following pairs is similar in relationship to SAW: CARPENTER?
A. Painter: Color
B. Agon: Farmer
C. Scissors: Barber
D. Cloth: Tailor
ব্যাখ্যা: কার্পেন্টারের সম্পর্ক — ব্যবহৃত যন্ত্র (saw is tool of carpenter)। অনুরূপভাবে scissors is tool of barber। (Cloth: Tailor — cloth is product/material, not সরাসরি tool)
সঠিক উত্তরঃ C. Scissors: Barber
24. Choose the correct synonym of 'Pertinent'
A. Inappropriate
B. Disturbed
C. Relevant
D. Penetrate
ব্যাখ্যা: 'Pertinent' = প্রাসঙ্গিক = relevant।
সঠিক উত্তরঃ C. Relevant
25. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যাবহারিক জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যাবহার করলে ৮ম বছর অবচয় কত হবে?
A. ৮৭৫ টাকা (Tk. 6,875)
B. ৩,০০০ টাকা (Tk. 3,000)
C. 5,500 টাকা (Tk. 5,500)
D. ২,০০০ টাকা (Tk. 2,000)
ব্যাখ্যা:
-
Depreciable amount = 60,000 − 5,000 = 55,000।
-
Sum of years digits for 10 years = 10+9+...+1 = 10×11/2 = 55।
-
Year 8-এর জন্য digit = (10 − 8 + 1) = 3।
-
সুতরাং Year 8 depreciation = (3/55) × 55,000 = 3,000 টাকা।
সঠিক উত্তরঃ B. ৩,০০০ টাকা (Tk. 3,000)
26. মুদ্রাস্ফীতি কালে কোন মজুদপণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে?
A. FIFO
B. LIFO
C. Average Cost
D. Weighted Average Cost
ব্যাখ্যা: মুদ্রাস্ফীতির সময় নতুন (উচ্চমূল্যের) পণ্যগুলো দ্রুত বিক্রি করলে (মোট ক্রয়মূল্য বেড়ে COGS বেশি) — LIFO ব্যবহার করলে উর্ধ্বমুখী দাম হলে COGS বেশি হয় → ট্যাক্সযোগ্য আয় কমে। তাই LIFO সর্বনিম্ন আয়কর তৈরি করে।
সঠিক উত্তরঃ B. শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)
27. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল:
A. বইয়ের জের থেকে কাটা।
B. বইয়ের জেরে যোগ করা।
C. ব্যাংক হিসাবে যোগ করা।
D. ব্যাংক জের থেকে কাটা।
ব্যাখ্যা: Deposits in transit = বিজনেস বইতে জমা দেখানো হয়েছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টে এখনও রেকর্ড হয়নি → ব্যাংক ব্যালেন্সে যোগ করতে হয়।
সঠিক উত্তরঃ C. ব্যাংক হিসাবে যোগ করা। (added to the bank balance)
28. রূপান্তর খরচের সমষ্টি (Conversion costs are the sum of )
A. fixed and variable overhead costs
B. direct labor and overhead costs
C. direct material and overhead costs
D. direct labor and indirect labor costs
ব্যাখ্যা: Conversion cost = direct labor + manufacturing (factory) overhead। (direct materials নয়)
সঠিক উত্তরঃ B. প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিবায় (direct labor and overhead costs)
29. আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ ২,০০,০০০ এবং সমাপনী মজুদ ২,৫০,০০০। ক্রয়কৃত পণ্যের মূল্য কত?
A. ৫০০০০০ টাকা (Tk. 500000)
B. ৭৫০০০০ টাকা (Tk. 750000)
C. ৬০০০০০ টাকা (Tk. 600000)
D. ৬৫০০০০ টাকা ( Tk. 650000 )
ব্যাখ্যা: COGS = Opening + Purchases − Closing ⇒ Purchases = COGS + Closing − Opening = 550,000 + 250,000 − 200,000 = 600,000।
সঠিক উত্তরঃ C. ৬০০০০০ টাকা (Tk. 600000)
30. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে?
A. increase net income
B. decrease net income
C. no effect
D. cannot determine
ব্যাখ্যা: যখন পূর্বে সম্পদ হিসেবে রাখা খরচ এখন খরচ হিসেবে স্বীকৃত করা হবে, তখন ব্যয় এক্সপেন্স বৃদ্ধি পায় → নিট আয় (Net income) কমে যাবে।
সঠিক উত্তরঃ B. নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)
31. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়?
A. আয় হিসাব (Revenue account)
B. সম্পদ (asset)
C. বিপরীত সম্পদ (contra asset)
D. দায় (liability)
ব্যাখ্যা: Closing entries দ্বারা অস্থায়ী অ্যাকাউন্টগুলো (revenue, expenses, drawing) বন্ধ করে retained earnings এ منتقل করা হয়। তাই revenue account বন্ধ করা হয়।
সঠিক উত্তরঃ A. আয় হিসাব (Revenue account)
32. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে?
A. ডেবিট (debit)
B. ক্রেডিট (credit)
C. ডেবিট ও ক্রেডিট (debit and credit)
D. ডেবিট বা ক্রেডিট (debit or credit)
ব্যাখ্যা: Contra-asset account (যেমন: accumulated depreciation) সাধারণত ক্রেডিট ব্যালান্স দেখায় কারণ তা অ্যাসেটের নেগেটিভ ব্যালান্স প্রদর্শন করে।
সঠিক উত্তরঃ B. ক্রেডিট (credit)
33. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?
A. আয় বেশি দেখানো হবে (Income will be overstated)
B. দায় কম দেখানো হবে (Liabilities will be understated)
C. দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
D. মুনাফা বেশি দেখানো হবে (Profit will be overstated)
ব্যাখ্যা: earned হওয়া সেবা আয় যদি adjust না করা হয়, তাহলে: liability (Unearned revenue) কমানো হয়নি → liability ওভারস্টেটেড থাকবে এবং বাস্তবে আয় স্বীকার না হওয়ায় আয় আলাদা ভুল — মূল প্রভাব হল liability বাড়ে। (প্রশ্নে অপশন C নিকটতম সঠিক)
সঠিক উত্তরঃ C. দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
34. মাহরিন ও মেহনাজ… তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?
A. ৩:২:১ (3:2:1)
B. ১৫:৬:৫ (15:6:5)
C. ৯:৬:৩ (9:6:3)
D. ১৫:৬:৭ (15:6:7)
ব্যাখ্যা: মূল অনুপাত = 5:2 → মোট অংশ = 7। Sneha নেবে 1/4 অংশ মানে বাকি 3/4 ভেঙে মাহরিন ও মেহনাজে রাখা হবে প্রয়োজনে তাদের অনুপাত অনুসারে। প্রথমে ধারণা: পুরো লাভকে 1 হিসাবে ধরা হলে Sneha = 1/4, বাকী = 3/4। মাহরিনের শেয়ার = (5/7) of 3/4 = 15/28; মেহনাজ = (2/7) of 3/4 = 6/28; Sneha = 7/28. অনুপাত = 15:6:7 → (সরাসরি স্কেল করে দেখলে)
সঠিক উত্তরঃ D. ১৫:৬:৭ (15:6:7)
35. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? (Which of the following is deferred revenue expenditure?)
A. অবচয় (Depreciation)
B. অবলোপন (Amortization)
C. প্রাথমিক খরচ (Preliminary expense)
D. অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid expense)
ব্যাখ্যা: Deferred revenue expenditure = বৃহৎ খরচ যা এক বা একাধিক ভবিষ্যৎ বর্ষে ভাগ করে মুনাফার সাথে মেলোজায়; সাধারণ উদাহরণ: preliminary expense (প্রাথমিক খরচ) যা ভবিষ্যৎ সুবিধার জন্য ধীরগতিতে খরচ করা হয়। Prepaid expense সময়ানুযায়ী খরচ হয় কিন্তু deferred revenue expenditure বলতে বিশেষধরনের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রাথমিক খরচ বোঝায়।
সঠিক উত্তরঃ C. প্রাথমিক খরচ (Preliminary expense)
36. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?
A. ১৬.৬৭% (16.67%)
B. ২০% (20%)
C. ২৫% (25%)
D. ৩০% (30%)
ব্যাখ্যা:
-
Net sales = 30,000; Gross profit = 6,000।
-
Cost = Sales − GP = 30,000 − 6,000 = 24,000।
-
Mark-up on cost = (GP / Cost) × 100 = (6,000 / 24,000) × 100 = 25%।
সঠিক উত্তরঃ C. ২৫% (25%)
Business Organization & Management
37. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক- (Which one is most appropriate in case of raising capital?)
A. এক মালিকানা কারবার (Sole proprietorship)
B. অংশীদার কোম্পনী (Partnership)
C. পাবলিক কোম্পনী (Public limited company)
D. ব্যক্তি মালিকানা কারবার (Private limited company)
সঠিক উত্তরঃ C. পাবলিক কোম্পনী (Public limited company)
38. শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি? (Which of the following is the approximate time frame of industrial revolution?)
A. ১৭৫০-১৮৫০ (1750-1850)
B. ১৮৫০-১৯৫০ (1850-1950)
C. ১৭৮০-১৮৮০ (1780-1880)
D. ১৮২০-১৯২০ (1820-1920)
সঠিক উত্তরঃ A. ১৭৫০-১৮৫০ (1750-1850)
39. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না?
A. ১০ (10)
B. ১২ (12)
C. ১৫ (15)
D. ১৮ (18)
সঠিক উত্তরঃ C. ১৫ (15)
40. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? (Which of the following is not a characteristics of a sole proprietorship?)
A. সীমাবদ্ধ দায় (Limited liability)
B. সহজ গঠন (Easy to form)
C. নিয়ন্ত্রিত মুনাফা (Restricted profit)
D. মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ (Full control by the owner)
সঠিক উত্তরঃ A. সীমাবদ্ধ দায় (Limited liability)
41. নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়? (Which type of leadership style give full freedom to take decision to others?)
A. গণতান্ত্রিক (Democratic)
B. অবাধ নীতি (Laissez-faire)
C. স্বৈরতান্ত্রিক (Autocratic)
D. রুপান্তরমূলক (Transformational)
সঠিক উত্তরঃ B. অবাধ নীতি (Laissez-faire)
42. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়? (Which one of the following is not an external environmental factor?)
A. প্রতিযোগী (Competitors)
B. প্রযুক্তি (Technology)
C. গ্রাহক (Customers)
D. সাংগঠনিক সংস্কৃতি (Organizational Culture)
সঠিক উত্তরঃ D. সাংগঠনিক সংস্কৃতি (Organizational Culture)
43. কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? (Which management principle encourages decentralization of leadership?)
A. আদেশের ঐক্য (Unity of command)
B. নমনীয়তার নীতি (Principle of flexibility)
C. জোড়া-মই শিকল (Scalar chain)
D. কর্তৃত্ব প্রদানকরন (Delegation of Authority)
সঠিক উত্তরঃ D. কর্তৃত্ব প্রদানকরন (Delegation of Authority)
44. ‘The Practice of Management’ কে লিখেছেন?
A. পিটার এফ ড্রাকার (Peter F. Drucker)
B. হেরিংটন ইমারসন (Herrington Emerson)
C. হেনরি ফেয়ল (Henry Fayol)
D. এফ ডব্লিউ টেইলর (F. W. Taylor)
সঠিক উত্তরঃ A. পিটার এফ ড্রাকার (Peter F. Drucker)
45. যৌথ মূলধনী ব্যবসায়ের ‘জন্ম সনদ’ বলা হয় কোনটিকে? (Which one is called the “Birth Certificate” of joint stock businesses?)
A. নিবন্ধন পত্র (Memorandum of association)
B. স্বারকলিপি (Articles of association)
C. সংঘবিধি (Certificate of incorporation)
D. কার্যারম্ভের অনুমতি পত্র (Certificate of commencement)
সঠিক উত্তরঃ C. সংঘবিধি (Certificate of incorporation)
46. কোনটি স্থায়ী পরিকল্পনা? (Which one of the following is standing plan?)
A. বাজেট (Budget)
B. নীতি (Policy)
C. কর্মসূচি (Program)
D. প্রকল্প (Project)
সঠিক উত্তরঃ B. নীতি (Policy)
47. নাবালক ______ ধরনের অংশিদার। (Minor is a _________ type of partner.)
A. সক্রিয় (Active)
B. সীমাবদ্ধ (Limited)
C. নিষ্ক্রিয় (Idle)
D. স্বাভাবিক (Natural)
সঠিক উত্তরঃ B. সীমাবদ্ধ (Limited)
48. প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি? (Which type of asset is patent?)
A. নগদ (Cash)
B. চলতি (Current)
C. কৃত্রিম (Artificial)
D. অস্পৃশ্য (Intangible)
সঠিক উত্তরঃ D. অস্পৃশ্য (Intangible)
Production Management & Marketing
49. বিপনন মিশ্রনের কেন্দ্রবিন্দুতে কে থাকে? (Who is at the center of the marketing mix?)
A. এজেন্ট (Agent)
B. পাইকার (Wholesaler)
C. উৎপাদক (Producer)
D. ভোক্তা (Customer)
সঠিক উত্তরঃ D. ভোক্তা (Customer)
50. কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট নয়? (Which one of the following is not the characteristics of effective segmentation?)
A. পরিমাপযোগ্য (Measurable)
B. প্রবেশযোগ্য (Accessible)
C. কর্মোপযোগী (Actionable)
D. নির্ভরযোগ্য (Reliable)
সঠিক উত্তরঃ D. নির্ভরযোগ্য (Reliable)
51. কোনটি পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে? (Which one of the following creates possession utility?)
A. পরিবহন (Transportation)
B. গুদামজাতকরণ (Warehousing)
C. ক্রয়-বিক্রয় (Buying-Selling)
D. বিজ্ঞাপন (Advertising)
সঠিক উত্তরঃ C. ক্রয়-বিক্রয় (Buying-Selling)
52. পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? (Which one of the following means producing goods and services using the least amount of resources?)
A. কার্যকারিতা (Effectiveness)
B. দক্ষতা (Efficiency)
C. মিতব্যয়ীতা (Economical)
D. সঠিক ব্যবহার (Proper Utilization)
সঠিক উত্তরঃ B. দক্ষতা (Efficiency)
53. নিচের কোনটি পণ্যের উপাদান নয়? (Which one of the following is not an element of product?)
A. গুণমান (Quality)
B. ডিজাইন (Design)
C. মজুদ (Inventory)
D. ব্র্যান্ড নাম (Brand name)
সঠিক উত্তরঃ C. মজুদ (Inventory)
54. পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? (At what stage in the product lifecycle does sales growth start to slow down?)
A. পণ্য উন্নয়ন (Product development)
B. সূচনা (Introduction)
C. প্রবৃদ্ধি (Growth)
D. পূর্ণতা (Maturity)
সঠিক উত্তরঃ D. পূর্ণতা (Maturity)
55. নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? (Which one of the following is not an element of marketing mix?)
A. পণ্য (Product)
B. স্থান (Place)
C. দাম (Price)
D. লাভ (Profit)
সঠিক উত্তরঃ D. লাভ (Profit)
56. পণ্য থেকে প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কী বলে? (Which term refers to the difference between customer perceived benefits and what is paid?)
A. ক্রেতা আনুগত্য (Customer loyalty)
B. ক্রেতা সন্তুষ্টি (Customer satisfaction)
C. ক্রেতা ভ্যালু (Customer value)
D. বিনিময় (Exchange)
সঠিক উত্তরঃ C. ক্রেতা ভ্যালু (Customer value)
57. পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ-উপাদান? (Which of the following is the sub-element of 'Transportation'?)
A. পণ্য (Product)
B. মূল্য (Price)
C. স্থান (Place)
D. প্রসার (Promotion)
সঠিক উত্তরঃ C. স্থান (Place)
58. PERT এর পূর্ণরূপ কী? (What is the full form of PERT?)
A. Program Evaluation Review Technique
B. Program Evaluation Result Technique
C. Program Evaluation Result Test
D. Program Evaluation Review Test
সঠিক উত্তরঃ A. Program Evaluation Review Technique
59. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (Which type of utility is created by warehousing?)
A. রূপগত (Form)
B. স্থানগত (Place)
C. স্বত্বগত (Ownership)
D. সময়গত (Time)
সঠিক উত্তরঃ D. সময়গত (Time)
60. নিচের কোনটি স্থির ব্যয় নয়? (Which of the following is not a fixed cost?)
A. কাঁচামালের খরচ (Cost of raw materials)
B. বিমা প্রিমিয়াম (Insurance premium)
C. বেতন (Salary)
D. কারখানা ভাড়া (Rent of the factory)
সঠিক উত্তরঃ A. কাঁচামালের খরচ (Cost of raw materials)
Finance, Banking and Insurance
61. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়?
(Which of the following is not a source of short-term financing?)
A. বাণিজ্যিক পত্র (Commercial paper)
B. প্রদেয় বিল (Bills payable)
C. ডিবেঞ্চার (Debenture)
D. বিল বাট্টাকরণ (Bills Discounted)
✅ সঠিক উত্তরঃ C. ডিবেঞ্চার (Debenture)
ব্যাখ্যা: ডিবেঞ্চার হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। স্বল্পমেয়াদী উৎস সাধারণত ১ বছরের মধ্যে পরিশোধযোগ্য হয়।
62. জিরো কুপন বন্ড ইস্যু করা হয় —
(Zero coupon bond is issued:)
A. অভিহিত মূল্যে (At face value)
B. বাট্টাতে (At discount)
C. অধিহারে (At premium)
D. বাজারমূল্যে (At market value)
✅ সঠিক উত্তরঃ B. বাট্টাতে (At discount)
ব্যাখ্যা: জিরো কুপন বন্ড কোনো সুদ দেয় না, বরং এটি কম দামে ইস্যু হয় এবং মেয়াদ শেষে পূর্ণ মূল্য পাওয়া যায়।
63. কোন পদ্ধতিতে ভবিষ্যতের অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়?
(Which method determines the present values of future cash flows?)
A. বাট্টাকরণ (Discounting)
B. মূলধনকরণ (Capitalization)
C. অ্যানুইটি (Annuity)
D. চক্রবৃদ্ধি (Compounding)
✅ সঠিক উত্তরঃ A. বাট্টাকরণ (Discounting)
ব্যাখ্যা: ভবিষ্যৎ অর্থকে বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াকেই বাট্টাকরণ বলে।
64. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল?
(Which of the following sources of capital bears the highest cost?)
A. ইকুইটি মূলধন (Equity Capital)
B. ব্যাংক ঋণ (Bank Loan)
C. ঋণ মূলধন (Debt Capital)
D. অগ্রাধিকার শেয়ার (Preference Share)
✅ সঠিক উত্তরঃ A. ইকুইটি মূলধন (Equity Capital)
ব্যাখ্যা: ইকুইটি শেয়ারহোল্ডারদের ঝুঁকি বেশি হওয়ায় তাদের রিটার্নও বেশি দিতে হয়, তাই এটি সবচেয়ে ব্যয়বহুল।
65. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়?
(Which of the following is an instrument of capital market?)
A. ট্রেজারি বিল (Treasury Bill)
B. বিনিময়যোগ্য আমানত নথি (Negotiable Certificate of Deposit)
C. ট্রেজারি বন্ড (Treasury Bond)
D. পূনঃক্রয় চুক্তি (Repurchase Agreement)
✅ সঠিক উত্তরঃ C. ট্রেজারি বন্ড (Treasury Bond)
ব্যাখ্যা: ট্রেজারি বিল স্বল্পমেয়াদী (মানি মার্কেট), আর ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী (ক্যাপিটাল মার্কেট)।
66. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণযোগ্য হয়? (K = মূলধনের ব্যয়)
(Under what circumstance a project can be accepted?)
A. IRR > K
B. IRR > NPV
C. IRR > 0
D. IRR > 1
✅ সঠিক উত্তরঃ A. IRR > K
ব্যাখ্যা: যদি প্রকল্পের অভ্যন্তরীণ রিটার্ন রেট (IRR) মূলধনের ব্যয়ের (K) চেয়ে বেশি হয়, তাহলে প্রকল্পটি লাভজনক হয়।
67. কোন বিমায় বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি?
(Under which of the following both insurer and insured are insurance companies?)
A. সহ-বিমা (Co-insurance)
B. পুনঃবিমা (Re-insurance)
C. যুগ্ম-বিমা (Joint-insurance)
D. গোষ্ঠী বিমা (Group insurance)
✅ সঠিক উত্তরঃ B. পুনঃবিমা (Re-insurance)
ব্যাখ্যা: পুনঃবিমায় এক বিমা কোম্পানি আরেক বিমা কোম্পানির কাছ থেকে বিমা নেয়।
68. নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণ দলিল নয়?
(Which of the following is not a negotiable instrument?)
A. ব্যাংক ড্রাফট (Bank Draft)
B. ব্যাংক নোট (Bank Note)
C. বিনিময় বিল (Bill of Exchange)
D. প্রতিজ্ঞাপত্র (Promissory Note)
✅ সঠিক উত্তরঃ B. ব্যাংক নোট (Bank Note)
ব্যাখ্যা: ব্যাংক নোট অর্থ হিসেবে ব্যবহৃত হলেও আইনগতভাবে এটি Negotiable Instrument নয়।
69. বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে কোনটি ব্যবহার করে?
(Which instrument is used to facilitate foreign trade?)
A. প্রতিজ্ঞাপত্র (Promissory Note)
B. ট্রেজারি বন্ড (Treasury Bond)
C. ঋণপত্র (Letter of Credit)
D. বাণিজ্যিক কাগজ (Commercial Paper)
✅ সঠিক উত্তরঃ C. ঋণপত্র (Letter of Credit)
ব্যাখ্যা: বৈদেশিক বাণিজ্যে আমদানি-রপ্তানির নিরাপত্তার জন্য এল/সি ব্যবহৃত হয়।
70. নিচের কোনটি ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ?
(Which of the following is prohibited in Islamic banking?)
A. ইকুইটি বিনিয়োগ (Equity investment)
B. মুনাফা ভাগাভাগি চুক্তি (Profit-sharing contracts)
C. অনুমানমূলক লেনদেন (Speculative transactions)
D. লিজিং চুক্তি (Leasing Agreements)
✅ সঠিক উত্তরঃ C. অনুমানমূলক লেনদেন (Speculative transactions)
ব্যাখ্যা: ইসলামী ব্যাংকিংয়ে অনিশ্চিত বা জুয়া-ধরনের অনুমানমূলক লেনদেন (Gharar) নিষিদ্ধ।
71. ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণে উৎসাহ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কোনটি?
(Which initiative by Bangladesh Bank encourages SME financing?)
A. পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance scheme)
B. রপ্তানি উন্নয়ন তহবিল (Export development fund)
C. কৃষি ঋণ ভর্তুকি (Agricultural loan subsidy)
D. সবুজ রূপান্তর তহবিল (Green transformation fund)
✅ সঠিক উত্তরঃ A. পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance scheme)
ব্যাখ্যা: বাংলাদেশ ব্যাংক SME ঋণের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল পরিচালনা করে।
72. ব্যাংক তহবিলের প্রধান উৎস কোনটি?
(Which is the main source of bank fund?)
A. পরিশোধিত মূলধন (Paid up capital)
B. আমানত (Deposit)
C. সঞ্চিত তহবিল (Reserved fund)
D. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ (Borrowing from central bank)
✅ সঠিক উত্তরঃ B. আমানত (Deposit)
ব্যাখ্যা: ব্যাংকের প্রধান তহবিল উৎস হলো গ্রাহকদের আমানত।
0 Comments