বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - কম্পিউটার টাইপিস্ট ২০২৫ পদের প্রশ্ন সমাধান

পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা 
 বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 
পদের নাম - কম্পিউটার টাইপিস্ট 
 পরীক্ষা গ্রহণের তারিখঃ (27-09-2025) 
 বহুনির্বাচনী 
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - কম্পিউটার টাইপিস্ট ২০২৫ পদের প্রশ্ন সমাধান

প্রশ্ন ১. কম্পিউটারের অস্থায়ী মেমরি বলা হয় কোনটিকে?

ক) প্রসেসর

খ) RAM ✅

গ) ROM

ঘ) হার্ড ডিস্ক

২ .'দূর সম্পর্ক' শব্দের অর্থ কোন বাক্যাংশের মধ্যে রয়েছে?

ক) একঘেয়ে

খ) এক জায়গায় মানুষ

গ) খুব নিকট

ঘ) সম্পর্ক কম ✅

৩. নিচের কোন শব্দটি ত্রিম অর্থ প্রকাশ করে?

ক) উদ্ভব

খ) পঞ্চম

গ) দ্বিতীয়

ঘ) ত্রয়ী ✅

৪. 'অভিজাত' শব্দের অর্থ কী?

ক) রিয়ালিস্টিক

খ) সালিন

গ) সুন্দর

ঘ) উচ্চবিত্ত ✅

৫. সমান্তর বিদ্যুৎচক্রে বাল্বগুলোর মধ্যে সংযোগ করলে উৎপন্ন বিভবটি-

ক) সমবায় ✅

খ) সমসংযোগী

গ) কোষীয় নয়

ঘ) সমানিবদ্ধ

৬. 'অবসন্ন' শব্দের অর্থ কী?

ক) শিথিল অনুভূতি ✅

খ) অপরাধ

গ) একমুখী অবনমন

ঘ) দিশেহারা হয়ে পড়া

৭. 'গা লাগা' এর অর্থ কোনটি?

ক) মনোযোগ দেওয়া ✅

খ) অসতর্ক হওয়া

গ) অবহেলা হওয়া

ঘ) দেখে সহ্য হওয়া

৮. 'অনুপ্রাস' কী?

ক) শব্দ বিভক্তি

খ) ক্রিয়া বিভক্তি ✅

গ) উপসর্গ

ঘ) অব্যয়

৯. 'মানুষ হুয' বাক্যটিতে রয়েছে-

ক) অনুনাসিক

খ) অনুপ্রাস ✅

গ) উপমা

ঘ) রূপক

১০. 'যা বলা হয়নি' এককথায় প্রকাশ কী হবে?

ক) অবহিত

খ) অপ্রকাশ ✅

গ) অনুলিখিত

ঘ) অনুচ্চারিত

১১. বাংলাদেশের মেট্রোরেল কোন দেশ থেকে আমদানি করা হয়েছে?

ক) জাপান ✅

খ) চীন

গ) ফ্রান্স

ঘ) যুক্তরাষ্ট্র

১২. সুবর্ণ খনি কোথায় অবস্থিত?

ক) সিলেট ✅

খ) ইরান

গ) ইংল্যান্ড

ঘ) কোনোটি নয়

১৩. 'ভাণ্ডার' শব্দের সঠিক বিশেষণ কোনটি?

ক) ভাণ্ডার-খাতা ✅

খ) ভাণ্ডার-বই

গ) ভাণ্ডার-নিধি

ঘ) ভাণ্ডার-ভবন

১৪. মনে করে ফুঁটেছে। এখানে 'ফুঁটেছে' শব্দের অর্থ-

ক) এককথায় ✅

খ) বিকশিত

গ) উন্নত

ঘ) কোনোটি নয়

১৫. সারারাত বৃষ্টি ছিল। বাক্যে ‘সারারাত’ কোন কারকের কোন বিভক্তি?

ক) অধিকরণের শূন্য ✅
খ) অধিকরণের বিভক্তি
গ) কর্মের শূন্য
ঘ) কর্মের বিভক্তি

১৬. বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য?
ক) ১৩৬
খ) ১৫৩
গ) ১৬৩ ✅
ঘ) ১৬৬

১৭. ভুল বানান কোনটি?
ক) মারাত্মক ✅
খ) মার্জার
গ) মার্জিত
ঘ) মরণান্ত

১৮. ‘চঞ্চল’ এর প্রতিশব্দ কোনটি?
ক) স্থির
খ) গগন
গ) চপল ✅
ঘ) ইন্দ্র

১৯. ‘শিরোপার মামলা’ শব্দের অর্থ কী?
ক) কূটনৈতিক মামলা ✅
খ) সংঘাত মামলা
গ) পাগলামির মামলা
ঘ) সংযোগ লোক

২০. দীপাবলি শব্দটি কোন লিঙ্গের?
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ ✅
গ) সাধারণ লিঙ্গ
ঘ) কোনোটিই নয়

২১. Which is the noun of the word ‘young’?
ক) Youth ✅
খ) Youthful
গ) Youngest
ঘ) Younger

২২. আন্তর্জাতিক ক্ষেত্রের বাংলাদেশি টাকার কোড কী?
ক) BDT ✅
খ) BTBT
গ) BDTK
ঘ) BTK

২৩. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিমাপ কত?
ক) ১৬ একক ✅
খ) ৩২ একক
গ) ৩৮ একক
ঘ) ৪৮ একক

২৪. Which kind of noun is Cattle?
ক) Proper
খ) Collective ✅
গ) Common
ঘ) Material

২৫. ‘রায়ত’ কী?
ক) উৎপাদনকারী ✅
খ) উৎপাদনকারী ইনপুট
গ) উৎপাদনকারী পাটি
ঘ) উৎপাদনকারী ধান

২৬. তৃতীয় শ্রেণির সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?
ক) ১৩৬ ✅
খ) ১৪৪
গ) ১২৩
ঘ) ১৪৮

২৭. কোনটি অস্থায়ী মেমোরি?
ক) RAM ✅
খ) ROM
গ) Drive
ঘ) কোনোটি নয়

২৮. একটি নৌকা নদীর প্রবর্তিত অনুকূলে ২ ঘণ্টায় ২১ কিমি পথ যেতে পারে। যদি প্রতি ঘণ্টায় গতি ৬ কিমি কমে, তবে বিপরীতে যেতে কত ঘণ্টা সময় লাগবে?
ক) ৫ ঘণ্টা ✅
খ) ৬ ঘণ্টা
গ) ৭ ঘণ্টা
ঘ) কোনোটি নয়

২৯. Fill in the gap: He blessed them ___ his heart.
ক) from ✅
খ) with
গ) by
ঘ) none

৩০. ভুল বাক্য মানবরূপে স্বাভাবিক। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক) To err is human ✅
খ) To err a is human
গ) To err is humans
ঘ) To err are human

৩১. ‘Bolt from the blue’- কথাটির অর্থ কী?
ক) রাতের আঁধার ✅
খ) মন ভাঙা
গ) বিদ্যুৎ পতন
ঘ) হঠাৎ ঘটে যাওয়া

৩২. ১২ বছর আগে বাবার বয়স এবং ছেলের বয়সের অনুপাত ৪:১। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত হবে?
ক) ৪:১ ✅
খ) ৩:১
গ) ২:১
ঘ) ১:১

৩৩. People forget their 'roots' - what does 'root' mean in this sentence?
ক) Country-side
খ) Lower portion of trees
গ) Place of birth and surroundings ✅
ঘ) World heritage

৩৪. Fill in the gap. The girl ... is wearing a red dress is my sister.
ⓐ which
ⓑ that
ⓒ who ✅
ⓓ whom

৩৫. WWW এর পূর্ণ নাম কি?
ⓐ World Web Wide
ⓑ World Web Wide
ⓒ World wide wep
ⓓ World wide web ✅

৩৬. বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে ড. মুহাম্মদ ইউনুস ২০০৭ সালের কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন?
ⓐ ৫ আগস্ট
ⓑ ৯ আগস্ট
ⓒ ৪ আগস্ট
ⓓ ৮ আগস্ট ✅

৩৭. একটি সংখ্যা ৩২৮ হলে হাত থেকে ৩৬১ হতে কত যোগ? সংযোজন কত?
ⓐ ৩৩০
ⓑ ৩২৮
ⓒ ৩৪২ ✅
ⓓ ৩৩৪

৩৮. 'bring to light' কথাটির অর্থ কী?
ⓐ অন্ধকারে রাখা
ⓑ প্রকাশ পাওয়া ✅
ⓒ অন্ধ গলি
ⓓ হাতছাড়া করা

৩৯. কোনটি ত্রিভুজের তিনটি বাহুর বর্ধিত করলেঅ উৎপন্ন বহিভুজ কোন তিনটি সমান হতে পারে?
ⓐ ১৮০° ✅
ⓑ ৩৬০°
ⓒ ৫০০°
ⓓ ৭০০°

৪০. Choose the correctly spelt word?
ⓐ Tsunami ✅
ⓑ Sunami
ⓒ Suname
ⓓ Sonamee

৪১. Change the voice- 'They were flying kites'
ⓐ Kites were being flew by them.
ⓑ Kites were been flown by them.
ⓒ Kites were being flown by them. ✅
ⓓ They were being flown by kites.

৪২. Do you know them? - বাক্যটির Passive form কোনটি?
ⓐ Are they known by you?
ⓑ Would they be known by you?
ⓒ Are they known with you?
ⓓ Are they known to you?  ✅

৪৩. পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ৯ কেজি। খালি বালতির ওজন কত?
ⓐ ২ কেজি ✅
ⓑ ৩ কেজি
ⓒ ৪ কেজি
ⓓ ৬ কেজি

৪৪. একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?
ⓐ ৬০° ✅
ⓑ ৯০°
ⓒ ১৮০°
ⓓ ৩৬০°

৪৫. x + y = 12 এবং xy = 2 হলে x² + y² এর মান কত?
ⓐ ৩৫
ⓑ ১৪০ ✅
ⓒ ৭০
ⓓ ৭

৪৬. দুটি সংখ্যার গ.সা.গু ৭৫ এবং ল.সা.গু ১১০ একটি সংখ্যা ১৫০ হলে অপর সংখ্যা কত?
ⓐ ৫৫
ⓑ ১১০ ✅
ⓒ ২২০
ⓓ ৩৩০

৪৭. 'মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করল' - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি?
ⓐ The girl entered the room laughing.
ⓑ The girl laughed and entered the room.
ⓒ The girl laughing entered the room.
ⓓ The girl laughing enter the room. ✅

৪৮. একটি সংখ্যার অর্ধেক এবং এক চতুর্থাংশের যোগফল ১৭ হলে, সংখ্যাটি কত?
ⓐ ৬১
ⓑ ৬৮
ⓒ ৫৪
ⓓ ৪৫ ✅

৪৯. নিচেরগুলোর একটি একক এর অপর দুটি কোনটির সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
ⓐ স্থূলকোণী
ⓑ সমকোণী ✅
ⓒ সমবাহু
ⓓ কোনোটিই নয়

৫০. Choose the right form of verb in the sentence - 'I (see) him recently.'
ⓐ I saw him recently.
ⓑ I have seen him recently. ✅
ⓒ I had seen him recently.
ⓓ I seeing him recently.

৫১. Fill in the gap. This is the play ground ______ football match will be held.

ⓐ whom
ⓑ where
ⓒ when
ⓓ whose ✅

৫২. একটি বৃত্তের ব্যাস বিশিষ্ট করে ক্ষেত্রফল কতগুণ হবে?

ⓐ ২ গুণ
ⓑ ৩ গুণ
ⓒ ৪ গুণ ✅
ⓓ ৬ গুণ

৫৩. দুটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১, ছোট সংখ্যাটি কত?

ⓐ ৭ ✅
ⓑ ২
ⓒ ১
ⓓ ৪

৫৪. x টাকার x % সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x এর মান কত?

ⓐ ১০
ⓑ ২০
ⓒ ২৫ ✅
ⓓ ৩০

৫৫. ২৫০ টাকার শতকরা ৬% সমান কত টাকা?

ⓐ ১৫ ✅
ⓑ ৬%
ⓒ ৮%
ⓓ ৩%

৫৬. “This is a very peaceful place.” - Change into an exclamatory sentence.

ⓐ This place is very peaceful!
ⓑ How peaceful place this is!
ⓒ What a peaceful place this is! ✅
ⓓ No place is as peaceful as this!

৫৭. ২, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?

ⓐ ৩৬
ⓑ ৪৫
ⓒ ৩৪
ⓓ ৪০ ✅

৫৮. (১০০)² এর মান কত?

ⓐ এর মানে উপরে নির্ভরশীল
ⓑ অজ্ঞাত
ⓒ ১০০
ⓓ ১০০০০ ✅

৫৯. ‘অর্থ-প্রাপ্তি না হলে কাজ করে লাভ’- এর এক কথায় প্রকাশ কি হবে?

ⓐ ক্ষুদ্রকার্যকরী
ⓑ অধিকতরমূল্য
ⓒ অর্থব্যবসায়ী ✅
ⓓ অলাভজনক

৬০. একটি কলম ১১ টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

ⓐ ৮ টাকা
ⓑ ৯ টাকা
ⓒ ১০ টাকা ✅
ⓓ কোনোটি নয়

৬১. LINUX কী?

ⓐ Malware
ⓑ Operating System ✅
ⓒ Firmware
ⓓ Application Program

৬২. হার্ডওয়্যার এক ধরনের-

ⓐ ইনপুট ডিভাইস
ⓑ আউটপুট ডিভাইস
ⓒ স্মৃতি ✅
ⓓ মাইক্রোপ্রসেসর

৬৩. "যত তাড়াতাড়ি তত ভাল।" বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি?

ⓐ The earlier is so better.
ⓑ The sooner, the better. ✅
ⓒ The earlier is the so better.
ⓓ The sooner is so better.

৬৪. ‘প্রিয়তম’ শব্দের লিঙ্গ কোনটি?

ⓐ স্ত্রীলিঙ্গ ✅
ⓑ পুংলিঙ্গ
ⓒ উভয়লিঙ্গ
ⓓ নপুংসক লিঙ্গ

৬৫. ‘তার সদন হোক’- এটি কোন ধরনের বাক্য?

ⓐ নীতিবাক্য
ⓑ অনুরোধবাক্য ✅
ⓒ বিস্ময়বাক্য
ⓓ প্রার্থনাবাক্য

৬৬. বাংলাদেশের সর্বপ্রথম কোন সংস্থায় সদস্যপদ লাভ করে?

ⓐ জাতিসংঘ ✅
ⓑ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
ⓒ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ⓓ ইউনেস্কো কমিশন

৬৭. ‘বঙ্গ লেক’ কোথায় অবস্থিত?

ⓐ সিলেট
ⓑ নেত্রকোনা
ⓒ বান্দরবান ✅
ⓓ কুমিল্লা

৬৮. ভরাত্মক দাম। বাক্যে ‘ভরাত্মক’ কোন কারকের কোন বিভক্তি?

ⓐ কৃত্তিবিভক্তি
ⓑ অপাদান কারক
ⓒ কর্তা বিভক্তি ✅
ⓓ কর্মে বিভক্তি

৬৯. Which is plural form of mouse?

ⓐ Mouses
ⓑ Mices
ⓒ Mice ✅
ⓓ Mouse

৭০. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন নীতিতে দেখা যায়?

ⓐ চরিতার্থনীতি
ⓑ সাধুভাষা ✅
ⓒ মিশ্রনীতি
ⓓ আক্ষরিক নীতি

৭১. জীনের জিনিয়াস প্রোডাকশন বসনিয়ার মুসলিম উপনামের নাম?

ⓐ রোফিকি ✅
ⓑ উমার
ⓒ ফিনিফিন
ⓓ পুশকার

৭২. 'সাগরকন্যা' বাংলাদেশে কোন এলাকাকে বোঝায়?

ⓐ কক্সবাজার 
ⓑ কুয়াকাটা ✅
ⓒ ভোলা
ⓓ সেন্টমার্টিন

৭৩. পেলের জন্মস্থানের নাম কী?

ⓐ সোভিয়া
ⓑ হেলসিনিকি 
ⓒ ব্রাজিলিয়া
ⓓ মারিও

এখানে সঠিক উত্তর নেই। পেলের জন্মস্থান ত্রেস কোরাসোয়েস যা ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশে অবস্থিত।

৭৪. Fill in the gap. A rich man purchased a ______ jewellery.

ⓐ stunned
ⓑ stunning ✅
ⓒ stun
ⓓ amazed

৭৫. পাসপোর্টের বর্তমান কী?

ⓐ থাকিন্যাণ্ড
ⓑ ভারাক
ⓒ তুভুক
ⓓ ইবাত ✅

৭৬. ‘টাকা’ কোন প্রকৃত শব্দ?

ⓐ তৎসম শব্দ
ⓑ দেশী শব্দ
ⓒ তদ্ভব শব্দ ✅
ⓓ কোনোটিই নয়

৭৭. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?

ⓐ ৫ জুন
ⓑ ২১ মার্চ
ⓒ ২০ জুন ✅
ⓓ ৮ জুন

৭৮. kazi nazrul islam-এর সম্পাদিত পত্রিকা কোনটি?

ⓐ মাহে-নূর
ⓑ সবুজপাতা
ⓒ ধুমকেতু ✅
ⓓ কাফিলকন

৭৯. Singular form of ‘data’ is:

ⓐ dat
ⓑ datum ✅
ⓒ datas
ⓓ none

৮০. Antonym of 'Gentle' is:

ⓐ Modest
ⓑ Brash ✅
ⓒ Claret
ⓓ Rude

ব্যাখ্যা:

Gentle অর্থ: কোমল, শান্ত, বিনয়ী।

Brash অর্থ: রূঢ়, উদ্ধত, বেপরোয়া।

তাই Brash হলো Gentle-এর বিপরীতার্থক (Antonym) শব্দ।

ⓐ Modest — বিনয়ী, অহংকারহীন

👉 Example: He is a modest man. (সে একজন বিনয়ী মানুষ।)

ⓑ Brash — উদ্ধত, বেপরোয়া ✅ (Gentle-এর বিপরীতার্থক)

ⓒ Claret — এক ধরনের লাল মদ (বিশেষ করে ফ্রান্সের Bordeaux অঞ্চলের)

👉 Example: He poured himself a glass of claret.*

ⓓ Rude — অভদ্র, অশালীন

👉 Example: It’s rude to interrupt someone while they’re talking.*

তবে লক্ষ করো —

“Rude” শব্দটিও কখনো কখনো “Gentle”-এর বিপরীত হিসেবে ধরা যেতে পারে, কিন্তু অর্থে ‘Brash’ আরও সঠিক কারণ এটি বিশেষভাবে “অসংযত বা বেপরোয়া আচরণ” বোঝায়।

Post a Comment

0 Comments