বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
পদের নাম: প্রধান সহকারী; সময়: ৬০ মিনিট
পরীক্ষার তারিখ: ০৪/০১০/২০২৫
পূর্ণমান: ৯০
বাংলা
১. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) গবেষণা = গো + এষণা
খ) প্রত্যুষ = প্রতি + উষ
গ) জলৌকা = জল + ওকা
ঘ) ধর্মাধর্ম = ধর্ম + অধর্ম
ঙ) পরিচ্ছেদ = পরি + ছেদ
২. বাগধারাগুলোর অর্থ লিখুন:
ক) অস্থির পঞ্চক = অপদার্থ
খ) অটক বিটক = ছটফটানি
গ) উজানের কৈ = সহজলভ্য
ঘ) লেফফা দুরস্ত = বাইরে পরিপাটি
ঙ) ডুবমারা= অদৃশ্য হওয়া/আত্মগোপন করা
৩. এক কথায় প্রকাশ লিখুন :
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
খ) সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ = সার্বজনীন
গ) সাগরে বিচরণ করে যে নারী = সাগরিকা
ঘ) মনে যার জন্ম= মনসিজ
ঙ) নদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ = নদী সিকস্তি
৪. উত্তর লিখুন।
ক) "চাচা কাহিনী" গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
খ) "তিতাস একটি নদীর নাম" গ্রন্থের লেখক কে?
উত্তর: অদ্বৈত মল্লবর্মণ।
গ) "ছায়ানট' কোন ধরণের সাহিত্যকর্ম ?
উত্তর: কাব্যগ্রন্থ (কাজী নজরুল ইসলাম
ঘ) চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপালের রাজদরবারে।
ঙ) "পল্লীসমাজ” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
English
৫. ইংরেজিতে অনুবাদ করুন:
ক) এখন বৃষ্টি হচ্ছে = It is raining now.
খ) কাজটি আমি অবশ্যই করিয়ে নেব = I will certainly get the work done.
গ) দেশপ্রেম একটি মহৎ গুণ= Patriotism is a noble virtue.
ঘ) আল্লাহ তোমাকে সুস্থ করুন = May Allah heal you.
ঙ) তুমি কি আজ অফিসে যাবে = Will you go to the office
6. Fill in the gaps:
a) I am sorry ________ you last night. ( to disturb)
b) You should abstain _______ smoking (from)
c) I like bread.--- butter (with)
d) My birthday is ----- 20th january (on)
e) He spent------ lot of money. (a)
৭. Idiom and Phrase
a) Maiden speech ( প্রথম বক্তব্য) = The new leader gave his maiden speech in the meeting.
b) Cry over Spilled Milk (বৃথা অনুশোচনা) = Don't cry over spilled milk; the exam is already over.
c) Take to task (তিরস্কার করা) = The boss took him to task for being late.
d) Once in a blue moon (কদাচিৎ) = He visits his village once in a blue moon.
e) Fair and Square (সৎ ও সরল) = He won the game fair and square.
৮. Change the voice:
a) His comment surprised me.
Ans: I was surprised at his comment.
b) People know that the earth is round.
Ans: It is known that the earth is round.
c) Do not shut the door.
Ans: Let the door not be shut.
d) Let him do the work
Ans: Let the work be done by him.
e) Honey tastes sweet.
Ans: Honey is sweet when it is tasted.
গনিত
৯। সমাধান করুন:
ক) একটি প্রিন্টার ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। প্রিন্টারটি আরও ৪০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। প্রিন্টারটির ক্রয়মূল্য কত?
ধরি, ক্রয়ামূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ – ৮) টাকা
৯২ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা
অতএব, বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৮ – ৯২) = ১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১৬
বিক্রয়মূল্য ৪০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৪০০ টাকা
১৬
= ২৫০০ টাকা
(উত্তর) = ২৫০০ টাকা
খ) প্রতিদিন ৯ ঘন্টা কাজ করে ১০ জন লোক একটি বর্গাকৃতি জমির ধান ২ দিনে কাটতে পারে। উক্ত জমির ধান ১ দিনে ১২ ঘণ্টা কাজ করে শেষ করাতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
সমাধান :
প্রতিদিন ৯ ঘণ্টা হলে ২ দিনে কাজ হয় (৯×২) = ১৮ ঘণ্টা
:: ১ জনে ১৮ ঘণ্টা কাজ করলে, ১০ জনে করবে (১৮×১০) ঘণ্টা = ১৮০ ঘণ্টা
: ১ দিনে ১২ ঘণ্টা করে কাজ করলে মোট লোক লাগবে = ১৮০ ঘণ্টা
১২
= ১৫ জন
:: অতিরিক্ত লোক লাগবে (১৫–১০) জন = ৫ জন
(উত্তর) ১৮০ জন
গ) জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদাসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন । সমাধান:
সমাধান :
ধরি, জেমি ঋণ নেয় x টাকা এবং জেমি ঋণ নেয় У টাকা
এখন, ১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা
X টাকার 2 বছরের সুদ ১০ × X × ২ টাকা
১০০
X টাকা
৫
:: সুদাসল = x + X টাকা
৫
৬X টাকা
৫
আবার, ১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা
. Y টাকার ৩ বছরের সুদ ১০ × Y × ৩ টাকা
১০০
৩Y টাকা
১০
:: সুদাসল = Y+ ৩Y টাকা
১০
১৩Y টাকা
১০
প্রশ্নমতে,
৬X টাকা = ১৩Y টাকা
৫ ১০
তাদের ঋণের অনুপাত = ১৩ : ১২
ঘ) ধ) a⁴ + a²b² + b⁴ = 3 এবং a² + ab + b² = 3 হয়, তবে a² + b² এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
a² + ab + b² = 3 ........(i)
a⁴ + a²b² + b⁴ = 3
⇒ (a²)² + 2·a²·b² + (b²)² - a²b² = 3
⇒ (a² + b²)² - (ab)² = 3
⇒ (a² + ab + b²)(a² - ab + b²) = 3
⇒ 3(a² - ab + b²) = 3
⇒ a² - ab + b² = 1 ........(ii)
সামীকরণ (i) ও (ii) যোগ করলে পাই:
a² + ab + b² + a² - ab + b² = 3 + 1
⇒ 2(a² + b²) = 4
⇒ a² + b² = 4/2
∴ a² + b² = 2 (Answer)
সাধারণ জ্ঞান
১০. সাধারণ জ্ঞান :
ক) 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচিয়তা কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।
খ) সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
উত্তর: মিশর ।
গ) ক্রিকেটে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে ।
ঘ) মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: রাইফেল রেটি আওরাত (রচয়িতা: আনোয়ার পাশা)।
ঙ) ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
চ) 'মনপুরা' কোন জেলায় অবস্থিত?
উত্তর: ভোলা ।
জ) বাংলাদেশের বাহির প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: যুক্তরাজ্যে।
ঝ) বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে ।
ঞ) জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে?
উত্তর: ৫ আগষ্ট।
ট) কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমানবিক চুল্লি স্থাপন করবে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
ঠ) সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তর: ৫৫০০ থেকে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস)
ড) সাধারণ জ্ঞানবাংলাদেশে বর্তমানে মোট নদ-নদীর সংখ্যা কত?
উত্তর: ১৪১৫টি
ঢ) জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৯৩টি
ণ) রিবন রেটিং কি?
উত্তর: পাটের ছাল পচনের একটি বিকল্প পদ্ধতি।
ত) ২০২৪-২৫ অর্থ বছরের জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ১১.১৯%
0 Comments