১. Choose the synonym for 'fright':
ক. placidity
খ. composure
গ. apprehension
ঘ. equanimity
সঠিক উত্তর: গ. apprehension
ব্যাখ্যা:
‘Fright’ অর্থ হলো ভয় বা আতঙ্ক।
‘Apprehension’ শব্দের অর্থও ভয়, আশঙ্কা বা উদ্বেগ — অর্থাৎ ভবিষ্যতে কোনো অশুভ ঘটনার আশঙ্কা থেকে উদ্ভূত ভয়।
তাই “fright” এবং “apprehension” এর অর্থ কাছাকাছি (synonym)।
অন্যদিকে,
placidity = শান্তভাব
composure = মানসিক স্থিরতা বা ধীরতা
equanimity = মানসিক প্রশান্তি
এগুলো “fright”-এর বিপরীত অর্থ প্রকাশ করে।
🔹 তাই সঠিক উত্তর: গ. apprehension ✅
২. ‘কম দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’ বইটির লেখক কে?
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর: খ. আবুল মনসুর আহমদ
বই: কম দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা, আয়না, গালিভারের দেশে, আবুল মনসুর আহমদের রম্যরচনা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ইত্যাদি।
৩. “..... I cannot but conclude the Bulk of your Natives to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth" – the statement occurs in:
ক. Robinson Crusoe
খ. A Doll's House
গ. Vanity Fair
ঘ. Gulliver's Travels
সঠিক উত্তর: ঘ. Gulliver's Travels
৪. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. রংপুর বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৫. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. কিয়োটো প্রটোকল
খ. মন্ট্রিল প্রটোকল
গ. প্যারিস চুক্তি
ঘ. রামসার কনভেনশন
সঠিক উত্তর: খ. মন্ট্রিল প্রটোকল
৬. "Rubiyat of Khayyam" is attributed to –
ক. Edward Fitzgerald
খ. Scott Fitzgerald
গ. Thomas Fitzgerald
ঘ. William Fitzgerald
সঠিক উত্তর: ক. Edward Fitzgerald
৭. আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংঘটনটি?
ক. মুসলিম লীগ
খ. সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
গ. আর.এস.এস.
ঘ. জমিয়েত-ই-হিন্দ
সঠিক উত্তর: গ. আর.এস.এস.
৮. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর
খ. রূপমূল
গ. শব্দ
ঘ. বৰ্গ
সঠিক উত্তর: গ. শব্দ
৯. গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?
ক. সুইডেন
খ. ডেনমার্ক
গ. নরওয়ে
ঘ. ফিনল্যান্ড
সঠিক উত্তর: খ. ডেনমার্ক
১০. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?
ক. লেখার ধরনে
খ. উচ্চারণের বিশিষ্টতায়
গ. সংখ্যাগত পরিমানে
ঘ. ইন্দ্রিয় গ্রাহ্যে
সঠিক উত্তর: ঘ. ইন্দ্রিয় গ্রাহ্যে
১১. PQR ত্রিভুজের ∠Q = 90° এবং PQ = 2QR হলে নিচের কোনটি সঠিক?
ক. PR = 2QR
খ. PQ = 2PR
গ. PR = 2PQ
ঘ. QR = 2PQ
সঠিক উত্তর: খ. PQ = 2PR
১২. ‘সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না।’ - এখানে ভুল ঘটেছে–
ক. বানান ও প্রত্যয়ের
খ. অর্থ ও বচনের
গ. অর্থ ও প্রত্যেয়ের
ঘ. বানান ও বচনের
সঠিক উত্তর: ঘ. বানান ও বচনের
১৩. ‘মৃগয়া’ শব্দের ‘মৃগ’ বলতে কি বোঝানো হয়?
ক. বানর
খ. সিংহ
গ. পশু
ঘ. বন
সঠিক উত্তর: গ. পশু
১৪. logₓ4 = -2 হলে x = কত?
ক. 1/2
খ. -1/2
গ. 2
ঘ. -2
সঠিক উত্তর: ক. 1/2
১৫. Identify the correct passive form: “People thought that the despot was corrupt.”
ক. The despot had been thought to be corrupt
খ. It was thought that the despot was corrupt
গ. The despot was thought to be corrupt
ঘ. The despot is thought to be corrupt
সঠিক উত্তর: গ. The despot was thought to be corrupt
১৬. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?
ক. ৮
খ. ১৬
গ. ২
ঘ. ১/২
সঠিক উত্তর: গ. ২
১৭. The idiom ‘icing on the cake’ means –
ক. a slice of the cake
খ. an attractive but unnecessary addition
গ. an attractive service
ঘ. an attractive and essential enhancement
সঠিক উত্তর: খ. an attractive but unnecessary addition
১৮. ‘পরিবার থেকেই শিক্ষার শুরু’ – এখানে ‘থেকে’ শব্দের সাথে যুক্ত ‘ই’-এর ব্যাকরণিক পরিচয় কী?
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. ধাতু
ঘ. বলক
সঠিক উত্তর: ঘ. বলক
১৯. ‘We work every day except Friday.’ In this sentence ‘except’ is a/an –
ক. adjective
খ. noun
গ. preposition
ঘ. pronoun
সঠিক উত্তর: গ. preposition
২০. ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?
ক. ৫
খ. ২৫
গ. ১
ঘ. ১০
সঠিক উত্তর: গ. ১
২১. Identify the word that can be used as both singular and plural:
ক. light
খ. shot
গ. criterion
ঘ. cannon
সঠিক উত্তর: ঘ. cannon
২২. প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়?
ক. মিশর
খ. গ্রীস
গ. চীন
ঘ. রোম
সঠিক উত্তর: গ. চীন
২৩. The novel “Wuthering Heights” was penned by the author under the penname –
ক. Ellise Bellet
খ. Ellis Belle
গ. Ellis Bell
ঘ. Una Elis
সঠিক উত্তর: গ. Ellis Bell
২৪. মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কায়কোবাদ
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর: গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
২৫. লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন?
ক. ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
খ. ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
গ. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
ঘ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সঠিক উত্তর: গ. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
২৬. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
ক. প্যারিস চুক্তি
খ. ভার্সাই চুক্তি
গ. জেনেভা চুক্তি
ঘ. রোম চুক্তি
সঠিক উত্তর: খ. ভার্সাই চুক্তি
২৭. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
ক. Parliament
খ. National Parliament
গ. Legislature
ঘ. The House of the Nation
সঠিক উত্তর: ঘ. The House of the Nation
২৮. কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর?
ক. বাঁধন-হারা
খ. মৃত্যুক্ষুধা
গ. কুহেলিকা
ঘ. শিউলিমালা
সঠিক উত্তর: গ. কুহেলিকা
২৯. ‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. স্বীয়-এর অধীন
খ. সত্ত্বার অধীন
গ. স্ব-এর অধীন
ঘ. স্বত্তের অধীন
সঠিক উত্তর: গ. স্ব-এর অধীন
৩০. একটি বই ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত টাকা?
ক. ২০০
খ. ৩০০
গ. ৪০০
ঘ. ৫০০
সঠিক উত্তর: গ. ৪০০
৩১. একটা বাক্সে ৪ টা লাল, ৩ টা নীল, ২ টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
সঠিক উত্তর: গ. ৭
৩২. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. মৌলভীবাজার
ঘ. পঞ্চগড়
সঠিক উত্তর: গ. মৌলভীবাজার
৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?
ক. হ্যারি এস. ট্রুম্যান
খ. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
গ. রিচার্ড নিক্সন
ঘ. জর্জ ডাব্লিউ বুশ
সঠিক উত্তর: ক. হ্যারি এস. ট্রুম্যান
৩৪. Choose the correct spelling:
ক. Acommodate
খ. Accomodate
গ. Accommodate
ঘ. Acomoddate
সঠিক উত্তর: গ. Accommodate
৩৫. “The Child is the father of the Man” — কে বলেছেন?
ক. P.B. Shelley
খ. William Wordsworth
গ. John Keats
ঘ. T.S. Eliot
সঠিক উত্তর: খ. William Wordsworth
৩৬. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কয়টি মূলনীতি উল্লেখ আছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
সঠিক উত্তর: খ. ৪টি
৩৭. “বাংলার ইতিহাস” নামক গ্রন্থটির রচয়িতা কে?
ক. আকবর আলি খান
খ. নীহাররঞ্জন রায়
গ. আবুল ফজল
ঘ. মুহম্মদ হাবিবুর রহমান
সঠিক উত্তর: খ. নীহাররঞ্জন রায়
৩৮. A person who loves books is called –
ক. bibliophile
খ. pedant
গ. bookworm
ঘ. philologist
সঠিক উত্তর: ক. bibliophile
৩৯. বায়ুমণ্ডলে ওজোনস্তর কোন স্তরে অবস্থিত?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
ঘ. থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর: খ. স্ট্রাটোস্ফিয়ার
৪০. “মেঘনাদবধ কাব্য”-এর কবি কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নজরুল ইসলাম
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর: ক. মাইকেল মধুসূদন দত্ত
৪১. Which one is the opposite of ‘ancient’?
ক. Old
খ. Antiquated
গ. Modern
ঘ. Obsolete
সঠিক উত্তর: গ. Modern
৪২. বাংলাদেশের প্রথম সংবিধান কবে কার্যকর হয়?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭১
খ. ৪ নভেম্বর ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ. ২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তর: গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
৪৩. নদী মাতৃক দেশ হিসেবে বাংলাদেশে মোট নদীর সংখ্যা আনুমানিক কত?
ক. ৭০০
খ. ৪৫০
গ. ৮০০
ঘ. ৯০০
সঠিক উত্তর: খ. ৪৫০
৪৪. The plural form of ‘crisis’ is –
ক. crisises
খ. crises
গ. crisis’
ঘ. crisies
সঠিক উত্তর: খ. crises
৪৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকার কোথায় গঠিত হয়েছিল?
ক. মুজিবনগর
খ. কুষ্টিয়া
গ. বরিশাল
ঘ. ত্রিপুরা
সঠিক উত্তর: ক. মুজিবনগর
৪৬. “Pen is mightier than sword” – এটি একটি:
ক. Simile
খ. Metaphor
গ. Personification
ঘ. Metonymy
সঠিক উত্তর: ঘ. Metonymy
৪৭. “আমি গাইলাম” বাক্যে ‘গাইলাম’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. ক্রিয়া
গ. বিশেষণ
ঘ. ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: খ. ক্রিয়া
৪৮. What is the antonym of ‘abundant’?
ক. scarce
খ. plenty
গ. numerous
ঘ. ample
সঠিক উত্তর: ক. scarce
৪৯. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. রংপুর
খ. বগুড়া
গ. রাজশাহী
ঘ. দিনাজপুর
সঠিক উত্তর: ক. রংপুর
৫০. ‘জ্যামিতি’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
ক. সংস্কৃত
খ. ল্যাটিন
গ. গ্রিক
ঘ. আরবি
সঠিক উত্তর: গ. গ্রিক
৫১. The word ‘Biopsy’ means –
ক. examination of life
খ. examination of tissues
গ. study of plants
ঘ. study of animals
সঠিক উত্তর: খ. examination of tissues
৫২. নিম্নের কোনটি প্রাচীন সাহিত্য?
ক. রামায়ণ
খ. পদাবলি
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. গীতাঞ্জলি
সঠিক উত্তর: ক. রামায়ণ
৫৩. “পল্লী মাতৃক দেশ” – বাক্যাংশে কোন অলঙ্কার রয়েছে?
ক. উপমা
খ. রূপক
গ. অনুপ্রাস
ঘ. ব্যঞ্জনা
সঠিক উত্তর: খ. রূপক
৫৪. The antonym of ‘transparent’ is –
ক. opaque
খ. clear
গ. clean
ঘ. simple
সঠিক উত্তর: ক. opaque
৫৫. বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
সঠিক উত্তর: খ. ৫ বছর
৫৬. “সোনার তরী” কাব্যের কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭. The correct form of verb: “He ____ here since 2010.”
ক. is working
খ. has worked
গ. was working
ঘ. has been working
সঠিক উত্তর: ঘ. has been working
৫৮. স্বাধীনতা দিবস কবে পালন করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২৬ মার্চ
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ১৫ আগস্ট
সঠিক উত্তর: খ. ২৬ মার্চ
৫৯. The one-word for “A speech by one person” is –
ক. dialogue
খ. monologue
গ. soliloquy
ঘ. autobiography
সঠিক উত্তর: খ. monologue
৬০. “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৯
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯২২
সঠিক উত্তর: খ. ১৯২০
৬১. The opposite of ‘polite’ is –
ক. rude
খ. humble
গ. kind
ঘ. pleasant
সঠিক উত্তর: ক. rude
৬২. “তুমি মানুষ” – বাক্যটি কোন প্রকার বাক্য?
ক. বিবৃতিমূলক
খ. প্রশ্নবোধক
গ. আদেশসূচক
ঘ. বিস্ময়সূচক
সঠিক উত্তর: ক. বিবৃতিমূলক
৬৩. The synonym of ‘ancestors’ is –
ক. descendants
খ. forefathers
গ. relatives
ঘ. neighbors
সঠিক উত্তর: খ. forefathers
৬৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. খন্দকার মোশতাক আহমদ
সঠিক উত্তর: খ. তাজউদ্দিন আহমদ
৬৫. Identify the correct plural form:
ক. syllabus → syllabuses
খ. syllabus → syllabi
গ. syllabus → syllabus
ঘ. syllabus → syllabuss
সঠিক উত্তর: খ. syllabus → syllabi
৬৬. “বর্ণ” ও “ধ্বনি” – এর মধ্যে পার্থক্য কোথায়?
ক. লেখায়
খ. শোনায়
গ. রূপে
ঘ. অর্থে
সঠিক উত্তর: খ. শোনায়
৬৭. The synonym of ‘brave’ is –
ক. coward
খ. timid
গ. courageous
ঘ. weak
সঠিক উত্তর: গ. courageous
৬৮. বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়?
ক. দিনাজপুর
খ. পঞ্চগড়
গ. সিলেট
ঘ. রাজশাহী
সঠিক উত্তর: খ. পঞ্চগড়
৬৯. “রবীন্দ্রনাথ ঠাকুর” কোন সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯১১
খ. ১৯১৩
গ. ১৯১৫
ঘ. ১৯১৭
সঠিক উত্তর: খ. ১৯১৩
৭০. What is the meaning of the idiom “a white elephant”?
ক. একটি দামী কিন্তু অকাজের জিনিস
খ. একটি সাদা হাতি
গ. একটি ভাগ্যবান ব্যক্তি
ঘ. একটি বুদ্ধিমান মানুষ
সঠিক উত্তর: ক. একটি দামী কিন্তু অকাজের জিনিস
৭১. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম কী?
ক. ইসলাম
খ. হিন্দু ধর্ম
গ. ধর্মনিরপেক্ষতা
ঘ. ইসলাম ও হিন্দুধর্ম
সঠিক উত্তর: ক. ইসলাম
৭২. “The sun rises in the east.” – এটি কোন ধরনের sentence?
ক. Assertive
খ. Interrogative
গ. Imperative
ঘ. Exclamatory
সঠিক উত্তর: ক. Assertive
৭৩. বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
সঠিক উত্তর: গ. ১৯৭৪
৭৪. “নিশীথিনী” শব্দের অর্থ কী?
ক. দিনের নারী
খ. রাতের নারী
গ. সঙ্গিনী
ঘ. সেবিকা
সঠিক উত্তর: খ. রাতের নারী
৭৫. The opposite of ‘failure’ is –
ক. defeat
খ. victory
গ. loss
ঘ. mistake
সঠিক উত্তর: খ. victory
৭৬. বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
৭৭. The synonym of ‘honest’ is –
ক. sincere
খ. liar
গ. cunning
ঘ. false
সঠিক উত্তর: ক. sincere
৭৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টর ছিল?
ক. ৭টি
খ. ৯টি
গ. ১১টি
ঘ. ১২টি
সঠিক উত্তর: গ. ১১টি
৭৯. “বীরবল” কে ছিলেন?
ক. আকবরের সেনাপতি
খ. আকবরের মন্ত্রী
গ. আওরঙ্গজেবের উপদেষ্টা
ঘ. হুমায়ূনের দারোগা
সঠিক উত্তর: খ. আকবরের মন্ত্রী
৮০. The correct indirect form: He said, “I am ill.”
ক. He said that he is ill.
খ. He said that he was ill.
গ. He said that I was ill.
ঘ. He said he had been ill.
সঠিক উত্তর: খ. He said that he was ill.
৮১. “আমার সোনার বাংলা” কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. ভারতী
খ. সাহিত্যপত্র
গ. তত্ত্ববোধিনী
ঘ. প্রবাসী
সঠিক উত্তর: ক. ভারতী
৮২. The synonym of ‘error’ is –
ক. mistake
খ. right
গ. success
ঘ. accuracy
সঠিক উত্তর: ক. mistake
৮৩. বাংলাদেশের জাতীয় ফল কী?
ক. আম
খ. কাঁঠাল
গ. কলা
ঘ. পেয়ারা
সঠিক উত্তর: খ. কাঁঠাল
৮৪. The opposite of ‘optimist’ is –
ক. realist
খ. pessimist
গ. opportunist
ঘ. extremist
সঠিক উত্তর: খ. pessimist
৮৫. “কপালকুণ্ডলা” উপন্যাসের লেখক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮৬. The synonym of ‘benevolent’ is –
ক. kind
খ. cruel
গ. selfish
ঘ. wicked
সঠিক উত্তর: ক. kind
৮৭. বাংলাদেশের জাতীয় পাখি কী?
ক. বক
খ. দোয়েল
গ. পায়রা
ঘ. চড়ুই
সঠিক উত্তর: খ. দোয়েল
৮৮. The antonym of ‘victory’ is –
ক. defeat
খ. success
গ. progress
ঘ. win
সঠিক উত্তর: ক. defeat
৮৯. বাংলাদেশের জাতীয় ফুল কী?
ক. গোলাপ
খ. শাপলা
গ. জবা
ঘ. চামেলি
সঠিক উত্তর: খ. শাপলা
৯০. Which is a proper noun?
ক. city
খ. boy
গ. Dhaka
ঘ. country
সঠিক উত্তর: গ. Dhaka
৯১. বাংলাদেশের জাতীয় প্রাণী কী?
ক. বাঘ
খ. হাতি
গ. হরিণ
ঘ. ময়ূর
সঠিক উত্তর: ক. বাঘ
৯২. The antonym of ‘weak’ is –
ক. strong
খ. tired
গ. lazy
ঘ. fragile
সঠিক উত্তর: ক. strong
৯৩. বাংলাদেশের জাতীয় মাছ কী?
ক. রুই
খ. ইলিশ
গ. কাতলা
ঘ. পাঙ্গাস
সঠিক উত্তর: খ. ইলিশ
৯৪. The plural form of ‘child’ is –
ক. childs
খ. children
গ. childes
ঘ. childs’
সঠিক উত্তর: খ. children
৯৫. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কী?
ক. বটগাছ
খ. আমগাছ
গ. কাঁঠালগাছ
ঘ. নারকেলগাছ
সঠিক উত্তর: ক. বটগাছ
৯৬. The antonym of ‘begin’ is –
ক. end
খ. start
গ. open
ঘ. run
সঠিক উত্তর: ক. end
৯৭. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর: খ. কাজী নজরুল ইসলাম
৯৮. The synonym of ‘fast’ is –
ক. slow
খ. quick
গ. delay
ঘ. late
সঠিক উত্তর: খ. quick
৯৯. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক. ১৯৭১ সালের ২ মার্চ
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
ঘ. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: ক. ১৯৭১ সালের ২ মার্চ
১০০. The opposite of ‘rich’ is –
ক. poor
খ. happy
গ. kind
ঘ. ugly
সঠিক উত্তর: ক. poor
১০১. নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাধিবাসী সামাজিক নাটক?
ক. ডাকঘর
খ. চিত্রাঙ্গদা
গ. রাজা
ঘ. রক্তকরবী
সঠিক উত্তর: ঘ. রক্তকরবী
১০২. প্রেমচন্দ চৌধুরীর মতে যৌনকে এসেন্সের মানুষ ভয় পায়, কারণ-
ক. যৌনতা প্রকৃতির বিরুদ্ধ
খ. যৌনতা মানব জীবনের বিরাট এক ফাঁদ
গ. যৌনতা শালীনতার নয়
ঘ. যৌনতা মানুষের অজ্ঞাত শক্তির পরিচয়
সঠিক উত্তর: ঘ. যৌনতা মানুষের অজ্ঞাত শক্তির পরিচয়
১০৩. ইন্দো-ফেমিনিজমের বিষয় কী?
ক. পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান বিশ্লেষণ
খ. নারীবাদী সাহিত্য রচনার ইতিবৃত্ত
গ. পুরুষতান্ত্রিক প্রকৃতিতে নারীর ভূমিকা
ঘ. নারী ও পুরুষের যৌনমুক্ত সম্পর্ক বিশ্লেষণ
সঠিক উত্তর: ঘ. নারী ও পুরুষের যৌনমুক্ত সম্পর্ক বিশ্লেষণ
১০৪. জীবনের দাম্পত্য কথার ভাষার বাক্যটি বৈশিষ্ট্য কেমন?
ক. সাধু ও চলিত ভাষার মিশ্রণ
খ. চলিত ভাষার আশ্রয়
গ. প্রমিত বাংলা ভাষা
ঘ. কোলকাতার উপভাষার প্রভাব
সঠিক উত্তর: খ. চলিত ভাষার আশ্রয়
১০৫. কোন জনাব আলী রচিত কিশোরগল্পে আওয়ামী গ্রন্থের বিষয়বস্তুর ছাপ রয়েছে?
ক. আল কোরআনের শপথ নিন ফাহিমার ভাষায় অনুবাদ
খ. ভূ-প্রেম-মানবতা বিষয়ক গ্রন্থের কাহিনি অবলম্বনে
গ. মুজিবনগর সরকারের বিভিন্ন গোপন-হিজরত কাহিনি
ঘ. মুক্তিযুদ্ধ ভিত্তিক আওয়ামী মতবাদের বিবরণে রচিত
সঠিক উত্তর: ঘ. মুক্তিযুদ্ধ ভিত্তিক আওয়ামী মতবাদের বিবরণে রচিত
১০৬. মধ্যযুগের কোন কবিতায় “গীত-পাঠকতা” বলা হয়?
ক. চণ্ডীমঙ্গল কাব্য
খ. পদ্মাবতী
গ. ধর্মমঙ্গল
ঘ. রামায়ণ
সঠিক উত্তর: ক. চণ্ডীমঙ্গল কাব্য
১০৭. কোনটি বাস্তবচিত্র নয়?
ক. টোকাপো
খ. টুকটাক
গ. টিকটাপ
ঘ. টিকটাপ
সঠিক উত্তর: ঘ. টিকটাপ
১০৮. রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে আর্নেস্ট হেমিংওয়ে চলচিত্র প্রথমে পর্দায় আনে?
ক. সুভাষিনী
খ. মাধবীলতা
গ. সুশান্তিনী
ঘ. বিনোদিনী
সঠিক উত্তর: ঘ. বিনোদিনী
১০৯. রবীন্দ্রনাথের শিক্ষাবিদ্যার জৈবতা প্রতিফলিত ঘটে কোন নাটকে?
ক. চণ্ডালিকা
খ. বাল্যবিবাহ পরীক্ষা
গ. গোরা
ঘ. রক্তকরবী
সঠিক উত্তর: খ. বাল্যবিবাহ পরীক্ষা
১১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বোধিবিষয়’ কোন নাটকের পদ্য অনুবাদ?
ক. মার্টিন লুথার
খ. টমিন ওয়াদা থ্রু
গ. হ্যামলেট
ঘ. কমেডি অব এররস
সঠিক উত্তর: খ. টমিন ওয়াদা থ্রু
১১১. “সুশীলকুমার লোহা মানে শঙ্করীহর” এই বাক্যটি প্রেমচন্দ্রের কোন প্রবন্ধে আছে?
ক. কল্পলোক
খ. সুন্দর্জন
গ. সাহিত্যের খেলা
ঘ. আমাদের ভাষা সংক্রান্ত
সঠিক উত্তর: ক. কল্পলোক
১১২. “আঘাত” শরীরের প্রতিক্রিয়া কোনটি?
ক. দেহের
খ. মনের
গ. রক্তের
ঘ. চেতনার
সঠিক উত্তর: ক. দেহের
১১৩. কান্ডারী উপাখ্যান-এ কোন চিন্তাশীলকে দেখে বড় ঘুরা ধান দান করিয়াছেন?
ক. ছোট ঘোড়া
খ. বড় ঘোড়া
গ. মহা ঘোড়া
ঘ. ঘোড়া
সঠিক উত্তর: খ. বড় ঘোড়া
১১৪. ‘রক্তকরবী’ কোন নাটকের বিষয়বস্তু?
ক. বিভ্রান্ত সমাজব্যবস্থা
খ. রূপকথা
গ. ধর্মীয় অন্ধতা
ঘ. পূঁজিবাদ ও কৃষ্ণমহাজনের বন্দর
সঠিক উত্তর: ঘ. পূঁজিবাদ ও কৃষ্ণমহাজনের বন্দর
১১৫. ‘জীবনস্মৃতির পঞ্চম নাটকে জয়জয়ন্তে গীতার ফুটে উঠেনি কারণ-
ক. জাতীয়তাবাদ একমাত্র ও সংগঠনের বিশেষত্ব
খ. গীতার দর্শন জীবনের অভাব
গ. চরিত্রের ভিন্নতায় গীতার প্রকাশ
ঘ. নাটকীয় পরিস্থিতির জন্য
সঠিক উত্তর: ঘ. নাটকীয় পরিস্থিতির জন্য
১১৬. রবীন্দ্রনাথের ‘ভানুসিংহের পদাবলী’ কোন ধরনের নাটক?
ক. একটি রূপক
খ. একটি উপন্যাস
গ. উপাখ্যান
ঘ. উপাখ্যান
সঠিক উত্তর: ক. একটি রূপক
১১৭. “আমি দেখেছি যারা মায়ের পূজার পক্ষে সম্প্রদায়ের উপনিবেশ করিয়া গেছেন তারা মধ্যর মধ্যে নিম্নের কোনটির পক্ষে নয়?”
ক. উদ্রেক সৃষ্টি, যন্ত্রণা, বেদনা
খ. জন্মের পরম্পরা রেখে গ্রাম করিয়া মরণের মৃত্যুতে নাই
গ. সৃষ্টির দিকে সমাজব্যবস্থার অভিলাষ
ঘ. জাতীয় বিষয় আমারদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে ইচ্ছা
সঠিক উত্তর: খ. জন্মের পরম্পরা রেখে গ্রাম করিয়া মরণের মৃত্যুতে নাই
১১৮. কোন নাটকে রাজা পুরুর প্রতি বিদ্বেষের আগুন, পুরুর প্রতিশোধে বিদ্বাষের মশালপরিবারের সকলের মৃত্যু হয়?
ক. টিলা অলিন্দ
খ. গদ্য তৈমুর
গ. বসন্ত কুমারী নাটক
ঘ. কাহার কাহিনী
সঠিক উত্তর: ঘ. কাহার কাহিনী
১১৯. বসন্ত পর্বনামে পরিচিত কবি কে?
ক. গোরিন্দ দাস
খ. ভুঞ্জা দাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
সঠিক উত্তর: ঘ. বিদ্যাপতি
১২০. শরৎচন্দ্রের কোন নারীকে মিথ্যা সাক্ষ্য দিয়ে শ্রমিকদের জেলে পাঠিয়েছিলেন?
ক. 'দেশের' উপন্যাসের পার্বতী
খ. 'শ্রীকান্ত' উপন্যাসের রাজলক্ষ্মী
গ. 'পথের দাবী' উপন্যাসের সুভাষা
ঘ. 'গৃহদাহ' উপন্যাসের হেমাঙ্গিনী
সঠিক উত্তর: ঘ. 'গৃহদাহ' উপন্যাসের হেমাঙ্গিনী
১২১. প্রমথ চৌধুরীর মত সাহিত্যর প্রধান উদ্দেশ্য হচ্ছে—
ক. তত্ত্বের নিরিখে বন্দনা
খ. কল্পনায় সামাজিক জীবনের সন্ধান
গ. সাহিত্যের মনোজাগতিক জাতীয়তা বোধ
ঘ. সাহিত্যের আনন্দপ্রদ ও নীতির শিক্ষা দেওয়া
সঠিক উত্তর: ঘ. সাহিত্যের আনন্দপ্রদ ও নীতির শিক্ষা দেওয়া
১২২. বাংলা ভাষায় নির্মিত উপন্যাসে বিদ্যালয়কে প্রধান কৃতিত্ব হচ্ছে—
ক. সুখেন্দু দত্তের রচিত বাণিজ্য বিদ্যালয়ের ছাত্ররা
খ. সুখেন্দু রচনায় বিদ্যালয়ের ছাত্রদের সকল সমস্যা
গ. বিদ্যালয় সম্পর্কে প্রমথ চৌধুরীর চিন্তাভাবনা
ঘ. প্যারীচাঁদ মিত্রের রচনা 'আলালের ঘরের দুলাল'
সঠিক উত্তর: ঘ. প্যারীচাঁদ মিত্রের রচনা 'আলালের ঘরের দুলাল'
১২৩. পাঁটিগাছা কোন উপন্যাসে হয়েছে?
ক. শরৎচন্দ্র
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১২৪. "ধার হতে বিবেকের জ্যোতি একলপ্তি করে সুন্দরের প্রতি তাদের আস্থা অর্জন" - উদ্ধৃতিটি মধ্যযুগের কোন নাথসাহিত্যের বিবরণ-বিশ্লেষণ প্রসঙ্গে?
ক. রাধা
খ. সূরদাস
গ. লালন
ঘ. কানা হরিদাস
সঠিক উত্তর: গ. লালন
১২৫. 'কাহার কাহিনী' কারক রচয়িতা কে?
ক. হায়াৎ মাহমুদ
খ. মুশাররফ আলম
গ. আলাওল
ঘ. সৈয়দ সুলতান
সঠিক উত্তর: ঘ. সৈয়দ সুলতান
১২৬. 'বাকিকা-কাব্য' পঞ্জি কোন জাতির অংশ?
ক. কাকবারা
খ. বাঁশীজাতি
গ. উড়িষ্যার রোমানীয় সম্প্রদায়
ঘ. সামাজিক প্রেক্ষাপট
সঠিক উত্তর: ঘ. সামাজিক প্রেক্ষাপট
১২৭. "পৃথিবীর দিকে অভিসারনের জন্য প্রথমমানব যখন স্বর্গ পৃথিবীর পানে"- উদ্ধৃতিটি 'বলাকা' কবিতার কোন কবিতার অংশ?
ক. সুরসপ্তক
খ. সোনার তরী
গ. সঞ্চয়িতা
ঘ. বলাকা
সঠিক উত্তর: ঘ. বলাকা
১২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় আত্মা একরূপে কবির সাথে শিল্পীর যোগ হয়েছে?
ক. গীতাঞ্জলি
খ. সোনার তরী
গ. মানসী
ঘ. বলাকা
সঠিক উত্তর: ঘ. বলাকা
১২৯. 'চৌরঙ্গীপথ' কাব্যের বিষয়বস্তু কি?
ক. অর্থের প্রভাব
খ. ৫০ জন চোরের কাহিনী
গ. গরিবদের লাভজনক জীবনের উপায়
ঘ. পথচারীর বাস্তব অভিজ্ঞতা বাঁচার উপায়
সঠিক উত্তর: ক. অর্থের প্রভাব
১৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০ বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক লোকসভায় কে বক্তৃতা রেখেছিলেন ও কোন কবিতা পাঠ করেছিলেন?
ক. মুশায়েরা রবীন্দ্রনাথ
খ. সালাম ঠাকুর-রবী
গ. আজ সৃষ্টি সুখের উল্লাসে
ঘ. ভারত সম্পদশালী
সঠিক উত্তর: গ. আজ সৃষ্টি সুখের উল্লাসে
১৩১. মুসলিম সাহিত্য সমাজের সদস্য ছিলেন না কে?
ক. মুহম্মদ আবুল হাশেম
খ. আবুল হোসেন
গ. গোলাম মোস্তফা
ঘ. kazi মোতাহার হোসেন
সঠিক উত্তর: ঘ. kazi মোতাহার হোসেন
১৩২. মৈথিল ও পুরাণের পার্থক্য কি?
ক. বৃত্তি ব্যবহার, যৌগিক আকর্ষণের পরিবেশন
খ. ধ্রুপদী ধর্মীয় বিধানের দিকে ঝোঁকের দিক, কিছু প্রাচীন ধর্মীয় ব্যাখ্যার বিস্তার
গ. মহাভারতের বিষয় দেশ-দেবীর সৌন্দর্য, পুরাণের বিষয় দেশ-দেবীর শ্রদ্ধা
ঘ. বৃহৎ মহা বৈদিক, মহা ব্যাকরণ ভিত্তিক
সঠিক উত্তর: খ. ধ্রুপদী ধর্মীয় বিধানের দিকে ঝোঁকের দিক, কিছু প্রাচীন ধর্মীয় ব্যাখ্যার বিস্তার
১৩৩. চর্যাপদের যাকে 'আলো আঁধারি' বলে অভিহিত করেছেন কে?
ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. সুকুমার সেন
সঠিক উত্তর: ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
১৩৪. রবীন্দ্রনাথ নিজেকে 'দর পুরুষানুরাগী' বলে পরিচিত দিয়েছেন?
ক. সত্যজিতের মতে
খ. সুনীতিকুমারের মতে
গ. সুকুমার রায়ের মতে
ঘ. অরবিন্দের মতে
সঠিক উত্তর: ক. সত্যজিতের মতে
১৩৫. 'কৃষ্ণা' বিশেষণ কোনটি?
ক. জয়দেব
খ. বসন্ত
গ. রাধিকা
ঘ. উমা
সঠিক উত্তর: গ. রাধিকা
১৩৬. 'সর্বহার শ্রেণীর' নাটকের রচয়িতা কোন বামপন্থীদের চিন্তাচেতনা ফুটে উঠেছে?
ক. সুভাষচন্দ্র বিদ্রোহী নারীত্বের
খ. ভূপেনদ্রনাথ
গ. কমলাকান্ত রায়চৌধুরী
ঘ. কিশোর ভট্টাচার্য
সঠিক উত্তর: গ. কমলাকান্ত রায়চৌধুরী
১৩৭. 'নিশিকন্যা' নাটকের জীবন্তচিত্র সংকলনচিত্রে মনে হয় মুক্তি ঘটেছে কোন সাহিত্যে?
ক. জীবনানন্দ দাশের কবিতা
খ. রবীন্দ্রনাথের কবিতা
গ. রাধা গোবিন্দ শর্মার
ঘ. বালিকাপাঠ কাব্য
সঠিক উত্তর: গ. রাধা গোবিন্দ শর্মার
১৩৮. “দুর্নীতি” শব্দটির পূর্বে বিধানের নিয়ম প্রযোজ্য হয় না কেন?
ক. পূর্বে ‘ন’ ধ্বনি থাকে
খ. সমাসবদ্ধ শব্দ হওয়ায়
গ. ভিন্ন মূলধাতু হওয়ায়
ঘ. পরে ‘ন’ ধ্বনি থাকায়
সঠিক উত্তর: গ. ভিন্ন মূলধাতু হওয়ায়
১৩৯. Deconstruction ধারণার প্রবর্তক কে?
ক. নিয়ান
খ. জ্যাকদারিদা
গ. পোস্তে হাউয়ার
ঘ. শোপেন হাউয়ার
সঠিক উত্তর: খ. জ্যাকদারিদা
১৪০. বাঙালিমনার সাহিত্যের প্রথম রচয়িতা কে?
ক. মীরমাশরফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. সরদার জাফর
ঘ. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: ক. মীরমাশরফ হোসেন
১৪১. বাহাদুর-বিশারদ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন কে?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আব্দুল করিম চৌধুরী
গ. মাওলানা মুহম্মদ আকরম খাঁ
ঘ. আহমদ শরীফ
সঠিক উত্তর: ক. কাজী আবদুল ওদুদ
১৪২. “গাছপাথর” ব্যাকরণ মতে কী?
ক. বিশেষণ-বিশেষ্য
খ. সমাস
গ. বিরাম-নির্দেশ
ঘ. উপমা
সঠিক উত্তর: খ. সমাস
১৪৩. নিচের কে কবি ও উপন্যাসিকাও ছিলেন না?
ক. সেলিনা হোসেন
খ. রাবেয়া খাতুন
গ. সিতারা মিসরী
ঘ. চিত্রা দেবী
সঠিক উত্তর: গ. সিতারা মিসরী
১৪৪. “মানবসম্পদ তুমি মহীরুহ” কবিতায় মানবকে নিয়ে যে জাতীয় “উৎপাদন কলা”র কথন কবিতার কোন কবির সংযোজন?
ক. জহির রায়হান
খ. বলাকা
গ. নজরুল
ঘ. জীবনানন্দ
সঠিক উত্তর: খ. বলাকা
১৪৫. নিচের সাহিত্যিক কোনজন?
ক. গোলামআলী, রানি ময়মনসিংহ
খ. মেহের, উড়িয়া
গ. রাধা, কৃষ্ণ
ঘ. বনলতা সেন
সঠিক উত্তর: ঘ. বনলতা সেন
১৪৬. ভেদবৈচিত্র্যের কোন কবির অন্যতম ছিলেন?
ক. ওবায়দুল্লাহ
খ. জসিম
গ. শেখ সাদি
ঘ. কেরামত আলী
সঠিক উত্তর: খ. জসিম
১৪৭. বাঙালির মুসলিম দশ কোন উপমহাদেশ থেকে নতুন ছন্দ পেয়েছিল?
ক. বর্ধমান
খ. পারার
গ. মালাবার
ঘ. যমুনারাম
সঠিক উত্তর: খ. পারার
১৪৮. ভারত রামায়ণের রামকে রাজা উপাধি দিয়েছিলেন কে?
ক. হিউই এন কোসাল
খ. বালি রাজারাম
গ. এডি ফন প্যামিক হ্যান
ঘ. মোঘল বাদশাহ দ্বিতীয় আকবর
সঠিক উত্তর: ঘ. মোঘল বাদশাহ দ্বিতীয় আকবর
১৪৯. বাংলা কবিতায় সাহিত্য হয়ে—
ক. ব্যাতিক্রম হাফিজ কাফিয়া কাঠামো
খ. কাব্যরীতির হাফিজ রীতি রচনাকার
গ. মসনভীর শেষ পর্যায়ের পরিবর্তনমুখী
সঠিক উত্তর: গ. মসনভীর শেষ পর্যায়ের পরিবর্তনমুখী
১৫০. বাংলায় কোন শব্দটি ইংরেজি শব্দ থেকে আগত নয়?
ক. স্টেশন
খ. এক্সট্রা
গ. মোবাইল
ঘ. কফি
সঠিক উত্তর: ক. স্টেশন
১৫১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন?
ক. ১৯১২
খ. ১৯২৬
গ. ১৯৩৬
ঘ. ১৯১৫
সঠিক উত্তর: খ. ১৯২৬
১৫২. শুদ্ধ বাংলা বাক্যের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ব্রিটিশ ভারত
খ. কুয়েত
গ. ইংল্যান্ড
ঘ. পাকিস্তান
সঠিক উত্তর: ক. ব্রিটিশ ভারত
১৫৩. “বেটা খালাস তাহার প্রমাণ করে, সরকার করে আবার দণ্ড করাতে হবে না”- শঙ্কর চট্টোপাধ্যায় এই চিন্তা কোন গল্পের প্রতিবাদরূপে কল্পে উপস্থাপন?
ক. হুবহু
খ. চরিত্রহীন
গ. ছোটপ্রেম
ঘ. ব্যাধের দাবি
সঠিক উত্তর: ঘ. ব্যাধের দাবি
১৫৪. “হ” এর প্রাচীন উচ্চারণ কী?
ক. টোকা
খ. তাড়া
গ. থাপ্পড়
ঘ. থামা
সঠিক উত্তর: খ. তাড়া
১৫৫. “ধর্মের মৃত্যু হলে সভ্যতার মৃত্যু হবে”- কার লেখা?
ক. বুদ্ধদেব বসু
খ. সুভাষচন্দ্র বসু
গ. মওলানা ভাসানী
ঘ. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: খ. সুভাষচন্দ্র বসু
১৫৬. সংবিধানে প্রমাণ্য রূপের এককতা কোথায়?
ক. রাষ্ট্রভাষা বাংলা ভাষার ব্যবহারে বাধ্যবাধকতা
খ. ভাষার পক্ষে সুপ্রিম কোর্টের আদেশ
গ. ভাষা প্রয়োগে সরকারি আদেশ
ঘ. বাংলা একাডেমির সংজ্ঞা
সঠিক উত্তর: ক. রাষ্ট্রভাষা বাংলা ভাষার ব্যবহারে বাধ্যবাধকতা
১৫৭. “দুই” শব্দটি উদ্ভব ভাষা কোনটি?
ক. আরবি
খ. সংস্কৃত
গ. উর্দু
ঘ. পালি
সঠিক উত্তর: খ. সংস্কৃত
১৫৮. “কৃপণের তালগাছ ছিঁড়ানোই ঠিক হবে। বহু অনুরোধ বিস্ময় প্রীতি বজায় রাখতেও এই সুপ্রবণতা পরিবর্তনের বাংলা পরিভাষা - শ্রীম মশাররফ হোসেনের পদ্যে দেখা যায়” এটি কে বলেছেন?
ক. ঢাবির বিদ্যাপীঠ
খ. সুকুমার সেন
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ. সুকুমার সেন
১৫৯. নিচের কোনটি আধুনিক বাংলা সাহিত্যে সম্পর্কিত কৌশলগত পর্ব?
ক. ছাত্র আন্দোলন প্রধান চরিত্র ব্যবহারের কৌশল
খ. পোস্ট-বিশ্বযুদ্ধ মেটাফোর মুখ্য কৌশল
গ. যুদ্ধ-উত্তর প্রতিটি উপন্যাস চরিত্রের প্রাধান্য দেবেতে কৌশল গ্রহণ
ঘ. সকলই যথার্থ
সঠিক উত্তর: ঘ. সকলই যথার্থ
১৬০. বাংলা সাহিত্যের “উপসীধি পর্ব” কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মীর মশাররফ হোসেন
গ. দীনবন্ধু মিত্ৰ
ঘ. মীর মোশাররফ হোসেন
সঠিক উত্তর: খ. মীর মশাররফ হোসেন
১৬১.গুরুচণ্ডালী দোষে বাক্য কি হারায়?
ক. প্রসাদ গুণ
গ. আসক্তি
খ. আকাংক্ষা
ঘ. যোগ্যতা
সঠিক উত্তর: গ. আসক্তি
১৬২. পুর্ববঙ্গে প্রাকৃতিক ও জীবনাচারে রবীন্দ্রনাথের কোন কাব্যের পটভূমিতে তৈরি করেছেন?
ক. মানসী-সঞ্চিতা
খ. সোনার তরী
গ. বলাকা
ঘ. চিত্রা
সঠিক উত্তর: খ. সোনার তরী
১৬৩. দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” নাটককে পশ্চিম চন্দ Harriet Beecher Stow এর লেখা Uncle Tom এর সাথে তুলনা করার কারণ
ক. দুই নাটকেই কৃষ্ণ বর্ণ নীলচাষী ও নিপীড়কদের অত্যাচার
খ. উভয় নাটকের বিষয় বস্তু নীলকরদের অত্যাচার
গ. উভয় নাটকেই নারী নিপীড়নের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে
ঘ. উভয় নাটকই সমাজের নিপীড়িত শ্রেণির জীবন সংগ্রামের বিবরণ প্রদান করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
সঠিক উত্তর: ঘ. উভয় নাটকই সমাজের নিপীড়িত শ্রেণির জীবন সংগ্রামের বিবরণ প্রদান করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
১৬৪. ‘ভাষাতত্ত্ব’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পাকা
খ. মহাজ্ঞান
গ. ব্যাকরণ
ঘ. শব্দতত্ত্ব
সঠিক উত্তর: ঘ. শব্দতত্ত্ব
১৬৫. জীবানন্দ দাশের ‘নির্জনতা’ কবিতা উৎসর্গ করেছেন কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর: ঘ. মোহিতলাল মজুমদার
১৬৬. কবিগুরু রবীন্দ্রনাথ রাজসভার কবি?
ক. আলাওল ও সৈয়দ সুলতান
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ও মধুসূদন দত্ত
গ. ফয়জুল্লাহ ও দৌলত কাজী
ঘ. আলাওল ও দৌলত কাজী
সঠিক উত্তর: ক. আলাওল ও সৈয়দ সুলতান
১৬৭. ‘কর্কট’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. দ্রৌপদী
সঠিক উত্তর: খ. মাত্রাবৃত্ত
১৬৮. মুহাম্মদ শহীদুল্লাহ মতে চণ্ডীদাসের জীবনকাল কত?
ক. ত্রয়োদশ ১৩০০-১৩৮০
খ. ত্রয়োদশ ১৩০০-১৩৮৪
গ. চতুর্দশ ১৩৫০-১৪২০
ঘ. পঞ্চদশ ১৪০০-১৫০০
সঠিক উত্তর: গ. চতুর্দশ ১৩৫০-১৪২০
১৬৯. বাংলাভাষার ছোট কাব্যিক কৃষ্টির সম্পাদক কে?
ক. হুমায়ুন আজাদ
খ. আবদুল্লাহ আল সাদি
গ. মুনীর চৌধুরী
ঘ. সৈয়দ আজিজুল হক
সঠিক উত্তর: খ. আবদুল্লাহ আল সাদি
১৭০. ‘তোরা’ কোন ধর্মগ্রন্থ?
ক. হিন্দু
খ. বৌদ্ধ
গ. ইহুদি
ঘ. ইসলাম
সঠিক উত্তর: গ. ইহুদি
১৭১. নাট্যশাস্ত্রে নটশালাকে কী বলা হয়েছে?
ক. অভিনয়
খ. অভিনয়মঞ্চ
গ. রঙ্গমঞ্চ
ঘ. রঙ্গশালা
সঠিক উত্তর: গ. রঙ্গমঞ্চ
১৭২. অষ্টম শতকে কোন ভাষার অভিধান রচিত হয়?
ক. সংস্কৃত ভাষা
খ. পালি ভাষা
গ. অর্ধমাগধী
ঘ. প্রাকৃত ভাষা
সঠিক উত্তর: ঘ. প্রাকৃত ভাষা
১৭৩. অলোকসঞ্জনের ভাষাপ্রকাশশক্তি ভাষাতত্ত্ব কোনটি?
ক. উপভাষা
খ. কথ্য ভাষা
গ. সাধু ভাষা
ঘ. চলিত ভাষা
সঠিক উত্তর: ঘ. চলিত ভাষা
১৭৪. ‘পারস্যের মধ্যে বিদ্যমান নীতি নয়, কিন্তু সাহিত্যিকের মধ্যে পারস্য আছে’ — এই উক্তির অর্থ বিশ্লেষণের জন্য হিন্দুস্তানি চেতনার প্রথম কে সংহত করেছিলেন?
ক. বাংলার নব লেখকগণের প্রতি নির্দেশ
খ. গীতাঞ্জলি
গ. ধর্ম ও সাহিত্য
ঘ. সাহিত্য ও অধ্যাপকত্ব
সঠিক উত্তর: ঘ. সাহিত্য ও অধ্যাপকত্ব
১৭৫. যাত্রানাট্যের মধ্যম পদ্ধতি ‘কৃষ্ণকুমারী’ নাটকের কাহিনিনির্ভর কী?
ক. ভারতীয় পুরাণ
খ. ঐতিহাসিক উপন্যাস এবং এন্ট্রিগুতি অব রাজস্থান
গ. বাংলার মেয়েদের ইতিহাস
ঘ. কাশ্মিরের ইতিহাস
সঠিক উত্তর: খ. ঐতিহাসিক উপন্যাস এবং এন্ট্রিগুতি অব রাজস্থান
১৭৬. ‘কবিতা’ শব্দের অর্থ কী?
ক. কোনও চিন্তাধারা, আবেগ নয়
খ. কোনও অনুভূতি, আর চিন্তাও নয়
গ. কোনও চিন্তাধারা, অনুভূতি নয়
ঘ. কোনও চিন্তাধারা, এবং অনুভূতি
সঠিক উত্তর: ঘ. কোনও চিন্তাধারা, এবং অনুভূতি
১৭৭. ‘নূরজাহান’ উপন্যাসের লেখক কে?
ক. সেলিম আল দীন
খ. আনিসুল হক
গ. সেলিনা হোসেন
ঘ. হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর: গ. সেলিনা হোসেন
১৭৮. ‘উৎসব-জলসা’ কাব্যের উৎস কোথা থেকে?
ক. আনন্দবাজার পত্রিকা
খ. আরণ্যক সংখ্যা
গ. ছোট কেরানীর সূত্রে উৎসব
ঘ. রবীন্দ্রনাথের অনুবাদ
সঠিক উত্তর: গ. ছোট কেরানীর সূত্রে উৎসব
১৭৯. গোলকের মুখের সাম্যক বল — ‘কথাকারের কথা বাদ দিলে ফলে কী’?
ক. গোলকের মুখে তিন দিকে রাশি হ্রাস পায়নি
খ. গোলকের মুখে ভেক্টর বলের সমষ্টি শূন্য
গ. গোলকের সমান্তরাল সোইল্ডমুহুর্ত সম্পর্ক ভূলুণ্ঠিত
ঘ. হেলের সমান মাত্রিক বলের প্রয়োগ
সঠিক উত্তর: খ. গোলকের মুখে ভেক্টর বলের সমষ্টি শূন্য
১৮০. কোনটি সাপেক্ষ সর্বনাম নয়?
ক. যিনি
খ. যাহারা
গ. যে
ঘ. তিনি
সঠিক উত্তর: ঘ. তিনি
১৮১. ‘অপভাষার শ্রেণী কোন উদ্ধারে অন্তর্ভুক্ত নয়?
ক. জাতীয় ভাষা
খ. আঞ্চলিক ভাষা
গ. সামাজিক ভাষা
ঘ. ব্যক্তিগত ভাষা
সঠিক উত্তর: ঘ. ব্যক্তিগত ভাষা
১৮২. বাংলাদেশের সাহিত্য ও সমাজের মধ্যে চেতনা ধারার ভিত্তি প্রমাণ করা যায়
ক. মধ্যযুগে
খ. আধুনিক যুগে
গ. উনবিংশ শতাব্দীতে
ঘ. বিশ শতকে
সঠিক উত্তর: গ. উনবিংশ শতাব্দীতে
১৮৪. কোনটি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য নয়?
ক. ব্যক্তিগত আবেগ
খ. ব্যক্তিস্বাতন্ত্র্য
গ. ব্যক্তিত্বের পারস্পরিক দ্বন্দ্ব
ঘ. ব্যক্তিগত অতীত মুগ্ধতা
সঠিক উত্তর: গ. ব্যক্তিত্বের পারস্পরিক দ্বন্দ্ব
১৮৫. রবীন্দ্রনাথের মতে বাংলা ভাষার কোন কবি প্রথম নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা লেখেছেন?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. মাইকেল মুধুসুদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর: ক. বিহারীলাল চক্রবর্তী
১৮৬. বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
ক. কিংবদন্তি
খ. যুবতি
গ. কাহিনী
ঘ. মন্ত্রিত্ব
সঠিক উত্তর: খ. যুবতি
১৮৭. ‘শূণ্যপুরাণ’ কোন ধরনের রচনা?
ক. চম্পুকাব্য
খ. বিরহ সংগীত
গ. রাগ-তাল বিষয়ক শাস্ত্রীয় গ্রন্থ
ঘ. গীতি সংকলন
সঠিক উত্তর: গ. রাগ-তাল বিষয়ক শাস্ত্রীয় গ্রন্থ
১৮৮. বনফুলের রচনা কোনটি?
ক. ভুবন সোম
খ. অগ্নিস্নাতা
গ. ভারতবর্ষ
ঘ. অদ্ভুত বাঙালী
সঠিক উত্তর: ক. ভুবন সোম
১৮৯. মীর মশাররফের সাহিত্য গুরু কে?
ক. লালন শাহ
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সেখ আজিমন্দী
ঘ. কাঙাল হরিনাথ মজুমদার
সঠিক উত্তর: ঘ. কাঙাল হরিনাথ মজুমদার
১৯০. মধ্যযুগের কোন কবি সুফি ভাবধারার কাব্য রচনা করেন?
ক. সৈয়দ সুলতান
খ. এতিম আলম
গ. শেখ সেরবাজ চৌধুরী
ঘ. শেখ ফয়জুল্লাহ
সঠিক উত্তর: ক. সৈয়দ সুলতান
১৯১. ‘বীজন’ শব্দের অর্থ কী?
ক. মন্দজন
খ. জনহীন
গ. বীজবপন
ঘ. পাখা
সঠিক উত্তর: গ. বীজবপন
১৯২. চৈতন্য জীবনীগ্রন্থের রচয়িতা মুরারী গুপ্ত কোন ভাষার কবি?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. উড়িয়া
ঘ. ব্রজবুলি
সঠিক উত্তর: খ. সংস্কৃত
১৯৩. ‘এমন সোনার পানসী তাতে মাঝি নাই/ যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাঁই’- উদ্ধৃতিটি কোন পালা থেকে গৃহীত?
ক. কাজলরেখা
খ. মহুয়া
গ. মালুয়া
ঘ. দেওয়ানামাদিনা
সঠিক উত্তর: খ. মহুয়া
১৯৪. চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডোম্বীদের পেশা কি ছিল?
ক. মদ চোয়ানো
খ. তাঁত বোনা
গ. চাঙারি তৈরি
ঘ. উপরের তিনটিই
সঠিক উত্তর: ঘ. উপরের তিনটিই
১৯৫. ‘স্বৈর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-
ক. স্ব+ঈর
খ. স্বৈ+এর
গ. স্বী+উর
ঘ. স্বি+উর
সঠিক উত্তর: ক. স্ব+ঈর
১৯৬. চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালী বলে পরিচয় দিয়েছেন?
ক. লুই পা
খ. কাহ্ন পা
গ. কুক্কুরী পা
ঘ. ভুসুকুপা
সঠিক উত্তর: খ. কাহ্ন পা
১৯৭. মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে?
ক. দ্বিজবংশী দাস
খ. দ্বিজ কানাই
গ. কানাই হরিদত্ত
ঘ. ক্ষেমানন্দ
সঠিক উত্তর: ক. দ্বিজবংশী দাস
১৯৮. ‘নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার/ তোমায় আমি করবো সৃজন এ মোর অহংকার’- কবি নজরুলের এ অপ্রাপ্তিজনিত বেদনা কাকে ঘিরে?
ক. নার্গিস
খ. প্ৰমীলা
গ. ফজিলাতুন্নেসা
ঘ. রানু সোম
সঠিক উত্তর: গ. ফজিলাতুন্নেসা
১৯৯. ‘সুধাকর দল’ কী?
ক. সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের সঙ্ঘ
খ. উনিশ শতকের স্বার্থদ্বেষী লেখকগোষ্ঠী
গ. বিদ্যাসাগর অনুরাগী সাধু ভাষাপন্থী পণ্ডিতদল
ঘ. বঙ্কিম অনুরাগী চলিত ভাষাপন্ত্রী পণ্ডিতদল
সঠিক উত্তর: ক. সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের সঙ্ঘ
২০০. ‘জনগণ’ কোন সমাসের দৃষ্টান্ত?
ক. কর্মধারয়
খ. অব্যয়ীভাব
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: ক. কর্মধারয়
0 Comments